মৃন্ময়ী রং:-চিন্তন নিউজ: ১৪ই জুন:- ২৪শে মার্চ লকভাউনের শুরু থেকেই দেশ ও রাজ্যের মানুষ ভালো নেই।আজ হাওড়ার সাঁকরাইল উত্তর এরিয়া কমিটির অন্তর্গত দুইল্যা AIDWA র পক্ষ থেকে প্রায় ৩৫০ পরিবারের হাতে তুলে দেওয়া হল চাল,আলু, পিঁয়াজ,কুমড়ো, পটল, পুঁইশাক,তরুলি, টমেটো,করলা, ভেনরি,লঙ্কা,ও লেবু। উপস্থিত ছিলেন সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় নেত্রী কমরেড স্বপ্না ভট্টাচার্য ও এলাকার বিশিষ্টজনরা। এই কর্মসূচিকে সফল করার জন্য আশাতীত ভাবে এলাকার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ।
দুঃস্থ মানুষ গুলোর বক্তব্য, সরকারি প্রতিনিধিরা তাদের খোঁজ খবর টুকুও নেয় নি। তারা বলছেন , তারা খুব কষ্টে আছেন। তাঁরা বলছেন …. তোমরা এই সময়ে আমাদের পাশে থাকায়, তাদের খোঁজ খবর নেওয়ায় তারা মানসিক ভাবে খুব খুশি। আমাদের সাহায্যের জন্য মহিলা সমিতি শুরু থেকেই যে ভাবে সাবান,মাকস্, মুড়ি, বিস্কুট,চাল,আলু, আরও কত কী দিয়ে সাহায্য করছে তারা ভুলতে পারবেন না। মহিলা সমিতির এই ধারাবাহিক কর্মসূচি দেখে এলাকাবাসী খুব খুশি।