রাজ্য

“জীবনের জন্য রক্তদান” আয়োজনে SFIসোনাখালি(দাসপুর)


সৌভিক ব্যানার্জি: চিন্তন নিউজ:১৪ই জুন:- জীবনের জন্য রক্তদান, প্রত্যেকটি ব্লাড ব্যাংক রক্তের সংকটে ভুগছে, এই পরিস্থিতিতে দাড়িয়ে এর এস‌এফ‌আই বিভিন্ন কমরেডরা তাদের রক্তদানের মধ্য দিয়ে সেই সংকট মেটানোর চেষ্টা করেছে।

এই রক্তের সংকট মেটানোর লক্ষ্যে আজ ১৪ ই জুন ২০২০ সারা বিশ্বের শোষিত মানুষের অধিকার রক্ষার লড়াই এর অন্যতম পথিকৃৎ কমরেড চে’ গুয়েভারার জন্মদিন ও বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে এস‌এফ‌আই সোনাখালি লোকাল কমিটির উদ্যোগে আয়োজিত হলো আরো একটি বৃহত্তম কর্মসূচি “জীবনের জন্যে রক্তদান”। এই কর্মসূচিতে ৪০ জন রক্তদাতা রক্ত দান করেন। এই প্যান্ডেমিক পরিস্থিতিতে লোকাল কমিটির পক্ষ থেকে সকল রক্তদাতাদের শুভেচ্ছা জানানো হয় ও করোনা মোকাবিলায় সচেতনতার বার্তা দেওয়া হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।