চিন্তন নিউজ:- ৮ ই মার্চ—— আগামী বিধানসভা নির্বাচন তো আছেই আর আজ ৮ ই মার্চ — আন্তর্জাতিক নারী দিবস-এইসব নানারকম খবর নিয়েই আজকের হুগলি জেলার সংবাদ:– আজ হুগলী জেলায় আন্তর্জাতিক নারী দিবস । শ্রীরামপুর ।বলছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কমরেড কনীনিকা ঘোষ । আজ বিশ্ব নারী দিবসে এবিপিটিএ চন্ডীতলা চক্রের পক্ষ থেকে শুরু হোলো “বিকল্প অবৈতনিক শিক্ষাতরী”।।
আন্তর্জাতিক নারী দিবস পালন করল হাত ভাঙা, অপ্রতিরোধ্য উচ্ছাসী ছোট্ট মেয়ে। ।। শ্রীরামপুর সমাবেশে হুগলী অঞ্চলের মহিলা নেতৃত্ব।
আজ আন্তজার্তিক নারী দিবসে জাঙ্গীপাড়া কেন্দ্রীয় পার্টি কার্য্যালয়ে ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি জাঙ্গীপাড়া আঞ্চলিক কমিটির নেত্রী কমরেড মায়া জানা সংগঠনের পতাকা উত্তোলন করেন ও শহীদ বেদীতে মাল্যদান করেন৷ উপস্হিত ছিলেন সম্পাদিকা কমরেড দিপালী বসু, সভানেত্রী কমরেড মমতা বসুমল্লিক, সুদেষ্ণা হাজরা সহ অন্যান্ন সদস্যা বৃন্দ৷।
আবার এদিকে হুগলীর চাঁপাডাঙ্গায় আলু চাষীদের অবস্থান বিক্ষোভ সভায় বক্তব্য রাখছেন প্রাদেশিক কৃষক সভার সভাপতি কমরেড সঞ্জয় পুততুন্ডু, সম্পাদক কমরেড অমল হালদার, পশ্চিমবঙ্গ কিষান কংগ্রেসের সুদীপ গাঙ্গুলীসহ অন্যান্য নেতৃত্ব । উপস্থিত আছেন কমরেড ভক্তরাম পান, কমরেড পরেশ পাল সহ অন্যান্য নেতৃত্ব। কৃষি আইন বাতিল করতে হবে , বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে, আসন্ন বিধানসভা নির্বাচনে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোট সরকার তৈরির আহ্বানে মহামিছিল ও সভা।
আগামী ৯ ই মার্চ বেলা ৩ টায় খানাকুলের রাজহাটি ভীমতলা থেকে খানাকুল ১নং ব্লক মোড় পর্যন্ত এই মহামিছিল। উপস্থিত থাকবেন বাম পরিষদীয় দলনেতা কমরেড সুজন চক্রবর্তী, সিপিআই(এম) হুগলী জেলা সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ, সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য,।প্রাক্তন উচ্চ শিক্ষা মন্ত্রী তথা বর্তমান সিপিআই (এম) রাজ্য কমিটির সদস্য কমরেড সুদর্শন রায়চৌধুরী সহ অন্যান্য জেলা স্থানীয় নেতৃবৃন্দ।