জেলা

দক্ষিণ চব্বিশ পরগনার রিপোর্ট


চিন্তন নিউজ:৮ই মার্চ:- জয়নগর থেকে রমা চক্রবর্তী জানাচ্ছেন যে তাঁদের অঞ্চলে আজ আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় , গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত মহিলারা শহীদ হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্য দানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় l

মহেশতলা থেকে চন্দনা বাগচী জানাচ্ছেন যে, বিশ্ব নারী দিবস, বাটা মহেশতলা এরিয়া কমিটিতে যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হয়।নারীর সামাজিক সুরক্ষা, নারী নিরাপত্তা রক্ষা, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে নারীদের ভূমিকা বিষয়ে আলোচনা করেন কমরেড বাসন্তী সাহা, কমরেড চন্দনা বাগচী,ও কমরেড শিলা চক্রবর্তী। সভায় উপস্থিত কমরেডরা গান, আবৃত্তি র মধ্য দিয়ে দিনটি পালন করেন। সভানেত্রীত্ব করেন কমরেড ডালিয়া বোস।

সোনারপুরে উত্তর থেকে ডালিয়া চ্যাটার্জী জানাচ্ছেন যে বিশ্ব নারী দিবস উপলক্ষে সোনারপুর এইড‌ওয়ার পক্ষ থেকে একটি সংহতি সভার আয়োজন করা হয় l দুই সরকারে রাজত্বে নারী নির্যাতন এর চিত্র তুলে ধরা হয় l সামাজিক আন্দোলনে নারী শক্তির উজ্জ্বল নক্ষত্র দের স্মরণ করা হয় l বক্তব্য রাখেন স্থানীয় মহিলা নেতৃত্ব l

বারুইপুর থেকে সুচরিতা বসু জানাচ্ছেন যে, বারুইপুর পশ্চিম বিধান সভার সারাভারত গনতান্ত্রিক মহিলা সমিতি বারুইপুর পশ্চিম অঞ্চল ৮ ই মার্চ পথসভার মধ‍্যদিয়ে পালিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।