জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর



চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৪/৩/২৪ -আজ লোকসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণার পরপরই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সি পি আই(এম) প্রার্থী নীরব খাঁ -র সমর্থনে কালনা শহরে মিছিল হলো। উপস্থিত ছিলেন প্রার্থী নীরব খাঁ, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর।

গতকাল ১৩ ই মার্চ, আগামী লোকসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত সিপিআই (এম) বর্ধমান সদর-২ এরিয়া কমিটির অন্তর্গত বড়শুল -২ অঞ্চল সমন্বয় কমিটির সভ হলো। সভায় বক্তব্য রাখেন পার্টির পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেন ।

আসন্ন লোকসভা নির্বাচন কে সামনে রেখে সি পি আই ( এম) নিমদহ অঞ্চল কমিটির ডাকে ছাতনী কম্বল মিলে নিমদহ অঞ্চল কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তাপস দে , এবং সভায় বক্তব্য রাখেন সি পি আই ( এম)পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলী সদস্য শুকুল শিকদার, জেলা কমিটির সদস্য বিনকাশিম সেখ, এরিয়া কমিটির সদস্য দয়াল ঘোষ,এই ছাড়া উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্য উত্তম হাজরা, অনুপ ঘোষ প্রমুখ।

স্বচ্ছতার সাথে সমস্ত শূন্যপদে নিয়োগ, সকলের জন্যে শিক্ষাব্যবস্থা রক্ষা, বিভাজনের রাজনীতি বন্ধ করা ইত্যাদির দাবিতে যৌথ মঞ্চের ডাকে আজ নবান্ন অভিযানে পূর্ব বর্ধমান জেলার শিক্ষক, শিক্ষাকর্মী, শ্রমিক কর্মচারী বন্ধুরা যোগ দিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।