জেলা

পশ্চিম বর্ধমান জেলা খবর


চিন্তন নিউজ:১৭ই অক্টোবর:- সংবাদদাতা :- মধুমিতা রায়:– ১৯২০ সালের ১৭ ই অক্টোবর সোভিয়েতের তাসখন্দে প্রতিষ্ঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি। মূল নেতৃত্বে ছিলেন এম এন রায়। আজ থেকে ১০০ বছর আগে সেই ঐতিহাসিক দিন টিকে স্মরনীয় রাখতে শ্রীপল্লী(২) শাখায় গণসংঘ অফিসে রক্তপতাকা উত্তোলন করা হয়। শাখার বর্ষীয়ান কমরেড স্বপন চ্যাটার্জী পতাকা উত্তোলন করলেন। দিনটির তাৎপর্য বর্ণনা করলেন শাখা সম্পাদক ও এরিয়া কমিটির নেতৃত্ব কমরেড অনিন্দ্য দাস। বিকেলে কমরেড দের মতাদর্শ কে শানিত করার লক্ষ্যে এক পাঠচক্রের আয়োজন করা হয়েছিল। এই দুটি কর্মসূচি পালনের মাধ্যমে আমরা আমাদের কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠা দিবস পালন করলাম।

সংবাদদাতা:- কিংশুক মুখার্জী, মিঠানী ১নং শাখায় পতাকা উত্তোলনের মাধ্যমে পার্টির ১০০তম প্রতিষ্ঠা দিবস পালিত হল এবং পাঠচক্র শুরু হল। পতাকা উত্তোলন করেন ১নং শাখার সম্পাদক কমঃ গৌরহরি মুখার্জী ।।
আলোচক- কমঃ সৈকত চট্টরাজ।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।