চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৭/২/২৪ – কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা বেড়ে ৫ থেকে ৭ হলেও ঠিকা সাফাই কর্মীর সংখ্যা ২৫ থেকে কমিয়ে ১০ করা হয়েছে। শ্রমিকদের বেঁচে থাকার ন্যুনতম মজুরীর গ্যারান্টিও কেন্দ্র সরকার তাদের চুক্তিপত্রে দিচ্ছে না। শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে গত দুদিন ধরে কাটোয়া রেল স্টেশনে বিক্ষোভ সভা হচ্ছে।সি আই টি ইউ থেকে জানান হয়, ২৫ জন ঠিকা শ্রমিকদের নিয়েই অবিলম্বে কাটোয়া স্টেশনে সাফাইয়ের কাজ শুরু করতে হবে এই দাবিতে তাদের আন্দোলন আরো বড়ো আকারে ছড়িয়ে দেওয়া হবে।
পূর্বস্থলী ১ এরিয়া কমিটির কর্মীসভায় পার্টির রাজ্য কমিটির সদস্য ও প্রাদেশিক কৃষক সভার সম্পাসদক অমল হালদার ও এরিয়া সম্পাদক সাকাউৎ হোসেন বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন প্রাক্তন বিধায়ক রতন দাস।
কেতুগ্ৰাম ১ এরিয়া কমিটির কোমরপুরে আগামী লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সভায় লোকসভা নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করলেন পার্টির রাজ্য কমিটির সদস্য অচিন্ত্য মল্লিক।
সি আই টি ইউ অনুমোদিত বর্ধমান জেলা রাইস মিল ওয়ার্কার্স ইউনিয়নের বর্ধমান শহর ২ এরিয়া সম্মেলন দীর্ঘ ১০ বছর পর আজ শ্রমিক অধ্যুষিত আলমগঞ্জ (নগর) ও প্রয়াত কমরেড সুভাষ সেন, প্রয়াত কমরেড দিলীপ রাজবংশী মঞ্চে অনুষ্ঠিত হয়। ১৪ টি রাইস মিল থেকে ৪০ মহিলা সহ মোট ৭৬ জন শ্রমিক প্রতিনিধি ও সংগঠকরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা সম্পাদক অশোক ঘোষ।। শ্রমিক প্রতিনিধিরা মিলের অভ্যন্তরের সমস্যা , সরকার নির্ধারিত মজুরি, পেনশন , পি এফ, গ্রাচুইটি , মহিলা শ্রমিকদের নিরাপত্তা , রাইস মিল বন্ধ হয়ে যাওয়া, শিল্প বাঁচানোর পহ্মে আলোচনা করেন ও আগামী দিনে শক্তিশালী সংগঠন গড়ে তোলার অঙ্গীকার করেন। শ্রমিক নেতা তুষার মজুমদার রাইস মিল শিল্পের বর্তমান অবস্থা ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন সি আই টি ইউ বর্ধমান শহর ২ এরিয়া সমন্বয় কমিটির সম্পাদক ও সভাপতি দীপঙ্কর দে, প্রলয় আইচ।।সম্মেলন থেকে ১৪ জনের কমিটিতে সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন কমরেড রঞ্জিত দাস , ভক্তিপদ বেরা।
সন্দেশখালিতে শাসকশ্রেণির মদতে দুষ্কৃতীরাজ কায়েম এবং মেয়েদের চূড়ান্ত সম্ভ্রমহানির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ, ধিক্কার, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা ভারত মহিলা সমিতি, পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মিছিল, কুশপুত্তলিকা দাহ, এস পি-র কাছে ডেপুটেশান দেওয়া হয়।