রাজ্য

আর্তের সাহায্যে অর্ধেক আকাশের ভূমিকা


মৃন্ময়ী রঙ: চিন্তন নিউজ:- ১৯শে এপ্রিল:-সমগ্ৰ বিশ্ব আজ করোনা আক্রান্ত, ত্রস্ত, বিধ্বস্ত। মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে সবাই। কাউকে হারাতে চাই না, সকলকে নিয়ে একসাথে বাঁচতে চাই।

নারী অর্ধেক আকাশ। কী পারিবারিক ক্ষেত্রে কী সামাজিক ক্ষেত্রে কোথাও পিছিয়ে নেই অর্ধেক আকাশের সৈনিকরা।

সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির হাওড়া জেলার অন্তর্গত সাঁকরাইল উত্তর লোকাল কমিটির অন্তর্ভুক্ত দুইল্যা ইউনিটে র পক্ষ থেকে ১২০ টি পরিবারে ত্রাণ সাহায্য করা হলো নিয়ম নীতি মেনেই।সাথে ছিলেন মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যা কমরেড স্বপ্না ভট্টাচার্য।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।