রাজ্য

বেআইনি ভাবে মজুত করা রেশনের চাল ও আটা বাজেয়াপ্ত করলো জলপাইগুড়ি জেলা এনফোর্সমেন্ট


সঞ্জিত দে: চিন্তন নিউজ: ১৮ এপ্রিল ঃ- লক ডাউনে গোটা দেশ। এর জেরে প্রচুর মানুষ খাদ্য সংকটে। রাজ্য সরকার বলছে রেশনে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে।অথচ মানুষ বলছে রেশন পাচ্ছেন না। আজ বেআইনি ভাবে মজুত করা রেশনের চাল ও আটা বাজেয়াপ্ত করলো জলপাইগুড়ি জেলা এনফোর্সমেন্ট বিভাগের অধিকারিকরা। এদিন দুপুরে ধুপগুড়ি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সংহতি নগরের এক ব্যবসায়ীর গুদামে হানা দিয়ে ১৬ বস্তা আটা ও ২০ বস্তা চাল উদ্ধার করা হয়।বেশ কিছুদিন থেকেই কিন্তু রেশন নিয়ে কালোবাজারীর অভিযোগ উঠছিলো। এই সময়েই রেশনের মালের কালোবাজারী গালামাল ব্যবসায়ীর বাড়িতে হানা। এই ব্যবসায়ী আবার তৃনমুলের পরিচিত নেতা। বাড়িতে থাকা গোডাউন থেকে বাজেয়াপ্ত রেশনের চাল ও আটা।

গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি (ডি ই বি) ডিস়্ট্রিক়্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দেয় ব্যাবস্যীর বাড়ীতে । ডি ই বি আধিকারিক মৃদুল দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয় । অভিযোগ ছিলো রেশনের সামগ্রী খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে।এর পরেই নড়েচড়ে বসে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে যান ১১ নং ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলর অর্পিতা ঘোষ । কথা বলে আধিকারিকদের সঙ্গে । তদন্তকারী আধিকারিকদের উপর প্রভাববিস্তার করেছেন সে কারনে বিষয়টি ধামা চাপা পরবে বলে অনেকে সন্দেহ প্রকাশ করছেন।

এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্ত পালাতক । নির্দিষ্ট ধারায় মামলা করা হবে জানিয়েছেন আধিকারিকরা । অভিযুক্ত ব্যবসায়ীর বক্তব্য, আগে কিনতেন তবে এখন আর রেশনের আটা চাল কেনেন না । পুরোনো মাল গোডাউনে মজুত ছিলো ওই গুলি পুলিশ আটক করেছে ।

ডি ই বি আধিকারিক মৃদুল দত্ত জানান , গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় । রেশনের সরকারি আটার প্যাকেট ও চাল উদ্ধার হয় । নির্দিষ্ট ধারায় মামলা করা হবে । অভিযুক্ত পালাতক । স্থানীয় সূত্রে জানা যায় এই ব্যবসায়ী এলাকার শাসক দলের পরিচিত নেতা অনেকদিন ধরেই সে রেশনের চাল আটা কম দামে কিনে মজুত করে খোলা বাজারে চড়া দামে ব্যবসা করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।