রাজনৈতিক রাজ্য

দুর্গাপুরে বাম কৃষক সংগঠনের বিক্ষোভ সভায় দুষ্কৃতী আক্রমন,আহত নেতৃত্ব ও কর্মীরা ,ক্ষোভে থানা ঘেরাও


চিন্তন নিউজ ওয়েব ডেস্ক, দুর্গাপূর,১২ই সেপ্টেম্বর:বাম কৃষক সংগঠনের ডাকে আজ জেমুয়া গ্রামে এক বিক্ষোভ সভার আয়োজন হয়।পঞ্চায়েতে সীমাহীন দুর্নীতি,কাটমানির বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল চরমে।পঞ্চায়েতে সুষ্ঠ পরিষেবার দাবীতে বিক্ষোভ সামিল হয় বহু মানুষ, বিক্ষোভ সভা বান চাল করতে অতর্কিতে ঝাঁপিয়ে পরে তৃণমূল দুষ্কৃতী বাহিনী,লাঠি রড নিয়ে চড়াও হয় বিক্ষোভ কারীদের উপর।লাঠির আঘাতে আহত হয় সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার সহ আহত হয় স্থানীয় পার্টি কর্মীরাও।

আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়,এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ।দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় নিউ টাউনশিপ থানা ঘেরাও হয়।অবিলম্বে দুষ্কৃতীরা গ্রেফতার না হলে শহর জুড়েই প্রতিবাদ তীব্র হবে।বিক্ষোভে উপস্থিত হয় এলাকার বাম বিধায়ক সন্তোষ দেবরায় সহ একাধিক নেতৃত্ব।প্রশাসনের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন রাজ্যে গণতন্ত্র বিরোধী শক্তি আসীন,একদিকে দিদিকে বলো আরেক দিকে দুষ্কৃতীদের বলো রাজ্য জুড়ে দুষ্কৃতীদের দাপাদাপি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।