দেশ

প্রবীনদের আমানতের‌ও সূদ ছাঁটলো স্টেট ব্যাঙ্ক।


মীরা দাস:চিন্তন নিউজ:১২ই সেপ্টেম্বর:–প্রবীন দের আমানতেও সুদ ছাঁটল স্টেট ব্যাঙ্ক ঋণ সহজ করার নাম ….

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া সুদের হার কমালো আমজনতার আমানতের ওপর ।প্রবীন নাগরিকদের আমানতে ৬ মাস থেকে ৭ মাস পর্যন্ত আমানতে হার ৬ .৫০ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৩০ শতাংশ ।১- ২ বছরের আমানতে ৭.২০ শতাংশ থেকে ৭ শতাংশ ,২-৩ বছরে ৭ শতাংশ থেকে কমে ৬.৭৫ শতাংশ করেছে স্টেট ব্যাঙ্ক ।৩-৫ বছর এবং ৫-১০ বছরের আমানতে ৬.৭৫ শতাংশ হার অপরিবর্তিত রাখা হয়েছে ।আগস্ট মাসেই পরপর দুবার সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক ।
স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার সংবাদ সংস্থা পিটিআই ‘কে বলেছেন আগামী দিনে ঋনের ওপর সুদের হার আরও কমানো হবে ।ঋণের চাহিদার ওপর নির্ভর করে অর্থনিতিকে সহায়তা করবে ব্যাঙ্ক ।তার মত চাহিদা বাড়ানোর নীতি নেওয়া দরকার ।ফলে ব্যাঙ্কের সুদের হার এখন বাড়বে না ।
অবশ্য এ যুক্তিতে ব্যাঙ্কে জমা জনতার সঞ্চয় কেটে নেওয়ার ব্যাখ্যা মেলেনি । সুদ বাবদ আয় কমে যাওয়া ও ভবিষ্যতে আরও কমার আশঙ্কা থাকলে চাহিদার সঙ্কট বাড়বে ।অনাদায়ী ঋণের ঋণে ছাড় সামনে বাড়ছে,বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য ,যোগ হচ্ছে নতুন অনাদায়ী ঋণের বোঝাও ।ফলে ব্যাঙ্কের আয় কমছে ।ঋণের ওপর সুদ কমানোর ঘোষনার সাথে সাথে কেটে নেওয়া হচ্ছে ব্যাঙ্কে সাধারন মানুষের জমা টাকার ওপর সুদ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।