দেশ

রেলস্টেশনে প্লাস্টিক নিষিদ্ধ হ’ল।


মাধবী ঘোষ:চিন্তন নিউজ:১২ই সেপ্টেম্বর:–হাওড়া সহ দেশের সমস্ত রেলস্টেশনে নিষিদ্ধ হলো প্লাস্টিক, ধরা পড়লেই মোটা জরিমানা।

স্টেশন পরিষ্কার রাখতে নয়া নিয়ম লাগু হল ভারতীয় রেলওয়ে। এবার থেকে দেশের সমস্ত স্টেশনে নিষিদ্ধ প্লাস্টিক এবংপ্লাস্টিক জাতীয় দ্রব্য। ২রা অক্টোবর থেকে জারি হচ্ছে এই নতুন নিয়ম। প্লাস্টিকে মারাত্মক বিপদ। ক্ষতি হচ্ছে পরিবেশের। কমে আসছে সভ্যতার আয়ু। স্টেশনে ট্রেন পরিষ্কার রাখতে কড়া পদক্ষেপ ভারতীয় রেলের। হাওড়া শহর সহ রেলস্টেশনে নিষিদ্ধ। রেলস্টেশনে ব্যবহার করা যাবেনা সিঙ্গল-ইউজ প্লাস্টিক । হাওড়া সহ অন্যান্য সব স্টেশনে নির্দেশিকা কার্যকর। ব্যবহারে রাতে যাত্রীদের সচেতন করা হবে। তারপরেও প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে স্টেশনে ঢুকলেই দিতে হবে মোটা জরিমানা। ব্যবহার করা যাবে না প্লাস্টিকের থালা বা চামচ। খাবার প্যাকেজিংয়ের প্লাস্টিকের ব্যবহার বন্ধ হবে। জানালেন পূর্ব রেলের জিএম প্রবোধ চন্দ্র শর্মা। রেল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন স্টেশন চত্বর থেকে প্রায় ৭০০০থেকে ৮০০০প্লাস্টিক বর্জ্য সাফ করা হয়।২রা অক্টোবর থেকে লাগু হবে প্লাস্টিক বর্জন আইন।

প্লাস্টিক যে মানবজীবনে এবং প্রকৃতির পক্ষে কতটা ক্ষতিকর সাধারণ মানুষ বেশিরভাগ তা জানে। বিজ্ঞান মঞ্চ ও অনেক সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থা বারবার মানুষকে সচেতন করা সত্ত্বেও প্লাস্টিক ব্যবহার বন্ধ করা যায় নি। এখন প্লাস্টিক বর্জন আইন প্রয়োগ করে রেল কতৃপক্ষ যদি বাস্তবে প্লাস্টিক নিষিদ্ধ হয়, তাহলে সর্বতোভাবে সবাই উপকৃত হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।