রাজ্য

আসামের গুয়াহাটি সহ বিভিন্ন জেলায় সংগঠিত কিছু আন্দোলনের কার্যসূচী


সীমা বিশ্বাস,আসাম,২৯মে,চিন্তন নিউজ:-  ব্যাপক সংখ্যক মহিলার উপস্থিতিতে সরভোগে কোচরাজবংশী জনজাতি করণের দাবিতে জনসভা।

তামুলপুরে এস‌আই SI জুনমণি রাভার রহস্যজনক মৃত্যুর তদন্তের দাবিতে নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি র বিক্ষোভ।

গোয়ালপাড়া জিলায় জুনমনি রাভার মৃত্যু না হত্যাএই বিষয়ে সঠিক তদন্তের দাবিতে  মহিলা সমিতির বিক্ষোভ প্রদর্শন।

সন্মাননার পরিবর্তে নূন্যতম মজুরি আইন মতে মজুরি দাবিতে সিআইটিইউর অন্তর্গত অঙ্গনবাদি কর্মী সহায়িকা দের আসামের প্রায় প্রতিটি জেলায় লাগাতার প্রতিবাদ আন্দোলন।

গুয়াহাটির খারঘুলিতে পাইপ ফেটে ভয়ঙ্কর জলপ্রলয়। সুচিত্রা রাভা নামের মহিলার মৃত্যু,বহু আহত। সিপিআইএম এর প্রতিনিধি দল দুর্যোগ স্থানে উপস্থিত থেকে ক্ষতিগ্ৰস্থ মানুষের সরোজমিনে তদন্ত করে।

জলবোর্ডের গাফলতির ফলে এই দুর্ঘটনা। হঠাৎ ই দুই শতাধিক লোক গৃহহারা। যানবাহন, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত ।২০১১সালে আরম্ভ হওয়া এই প্রকল্পের কাজ এখনো সম্পুর্ন হলোনা।বহু কেলেঙ্কারির তথ্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। উন্নয়নের ঢাক ঢোল বাজানো বিজেপি সরকারের ব্যর্থতা, অকর্মণ্য তার ফল মানুষকে পদে পদে ভুগতে হচ্ছে।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।