জেলা রাজ্য

সারাভারত ক্ষেতমজুর ইউনিয়ন ঘুটগরিয়া অঞ্চল কমিটির উদ‍্যোগে ঘুটগরিয়া গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচী।


কিংশুক ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:১২ই জুন:- আজ ১২ই জুন ২০২০ বাঁকুড়া জেলা ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে ১০০ দিনের কাজ চালু করে ন্যায্য মজুরী, সবাইকে রেশন, গীতাঞ্জলী ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ী দেওয়া, কোলিয়ারি এলাকার ক্ষেতমজুরদের ৫০০ দিনের মজুরী ও কাজ..ইত‍্যাদি দাবীতে ব‍্যাপক জমায়েতের মধ‍্যে দিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

ডেপুটেশনের আগে শ্লোগান সহ দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করা হয় পঞ্চায়েত দপ্তরের সামনে। এই বিক্ষোভ চলাকালীন সময়ে এক সংক্ষিপ্ত সভায় উপরিউক্ত দাবীগুলির যৌক্তিকতা ব‍্যাখ‍্যা করে বক্তব‍্য রাখেন বাঁকুড়া জিলা ক্ষেত মজুর ইউনিয়নের জেলা সম্পাদক সাগর বাগ্দী ও জেলা কৃষক সভা নেতা সুজয় চৌধুরী।

সুজয় বাবু এক প্রশ্নের উত্তরে বলেন,
“ধারাবাহিক ভাবে বড়জোড়া এলাকায় কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়নের প্রতিবাদ কর্মসূচী ও দুর্দশাগ্রস্থ মানুষের প্রতি সাহায‍্যের হাত বাড়িয়ে দেবার কর্মসূচীর ফলে এলাকার মানুষ সিপিআইএম তথা বামপন্থীদের তাঁদের সত‍্যিকার বন্ধু হিসেবে বেশী বেশী করে আঁকড়ে ধরছেন এবং লালঝান্ডা কাঁধে তুলে নিয়ে আগামী লড়াইয়ের জন‍্য চোয়াল শক্ত করে জোট বাঁধছেন।”

তিনি আরও বলেন, “মানুষ সাময়িক বিভ্রান্তি কাটিয়ে উঠে এটা বুঝেছেন তাঁদের উপর রাষ্ট্রশক্তির নিশপেষণের বিরুদ্ধে তাঁদের লড়াইয়ের সঠিক ও বিশ্বস্ততার সাথে নেতৃত্ব দিতে সক্ষম একমাত্র বামপন্থীরাই।” তিনি এও বলেন, “ফ‍্যাসিস্ত সাম্প্রদায়িক শক্তির হিংস্র আক্রমণের মুখে নির্ভয়ে দাঁড়িয়ে নেতৃত্ব দেবার প্রশ্নে যোগ‍্য সিপিআইএম তথা বামেরা এ প্রশ্নে এলাকার মানুষের মধ‍্যে কোনও দ্বিধা নেই।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।