জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ, ১০ অক্টোবর: সারা ভারত কৃষক সভার উদ্যোগে রায়না ২-এর গোতান বাজারে আজ এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার ও এরিয়া কমিটির সম্পাদক মির্জা আকতার আলি। সমাবেশ থেকে দাবি ওঠে, কৃষক মারা কৃষি আইন বাতিল করতে হবে, স্বয়ম্বর গোষ্ঠীর সব রকমের ঋণের সুদ মকুব করতে হবে। ওই সমাবেশ থেকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং হাথরসে গণধর্ষণ করে নির্মমভাবে খুনের প্রতিবাদ জানানো হয়।

নয়া কৃষি বিল বাতিলের দাবিতে এবং উত্তর প্রদেশের হাথরাসে নারী ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী),পূর্বস্থলী এরিয়া কমিটির অন্তর্গত পাটুলী গ্রামীন শাখার উদ্যোগে নওপাড়া থেকে দফরপোতা পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং পথসভা করা হয়।

খণ্ডঘোষ ২ ব্লক কৃষকসভার সম্মেলন অনুষ্ঠিত হয় গোপালবেড়া অঞ্চলে। কেন্দুরে সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন জিয়াউল হক মিদ্দ্যা। সম্মেলনে বক্তব্য রাখেন ব্লক কৃষকসভার সম্পাদক আজফার খাঁ, দেবাশীষ ব্যানার্জি, বলরাম ঘোষ, উদয় হাজরা প্রমুখ। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা নেতা মাহফুজ রহমান। উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল করিম। ১০০জন প্রতিনিধির উপস্থিতিতে ১৫ জনের কমিটি গঠন করা হয়। সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন সইদুল হক ও মেঘনাথ রায়।

মেমারী-২ এরিয়া কমিটির অন্তর্গত ভান্ডুল, জাবুই, কালেশ্বর, কুচুটে সি.আই.টি.ইউর সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালিত হয়। ২০০ দিন কাজ বন্ধ, রুটি-রুজি’র সংগ্ৰাম তীব্র করতে, রেলওয়ে হকার্স ইউনিয়নের সিটুর ডাকে আজ বর্ধমান-কাটোয়া রোডের ধারে (স্টেশন সংলগ্ন) অবস্থান কর্মসূচী পালিত হয়, বক্তব্য রাখেন সি আই টি ইউ জেলা সভাপতি অঞ্জন চ্যাটার্জি।

করোনা উদ্ভুত পরিস্থিতিতে হাসপাতালগুলিতে তীব্র রক্ত সংকট দেখা যাচ্ছে। তাই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন পূর্বস্থলী -২ আঞ্চলিক কমিটির অন্তর্গত মাজিদা ইউনিট কমিটির উদ্যোগে আজ কমল নগরে এক স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত হয়। শতাধিক রক্তদাতা উপস্থিত ছিলেন। রক্ত সংরক্ষণের সীমাবদ্ধতার কারণে ১০০ জনের বেশি রক্তদান করতে পারেননি।

এদিনের এই কর্মসূচিতে পতাকা উত্তোলন করেন মাজিদা ইউনিট কমিটির সভাপতি জুম্বার আলি সেখ, রক্তদান শিবির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ডিওয়াইএফআই এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অমিত কুমার মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বীরেশ্বর নন্দী, পূর্বস্থলী ২নং আঞ্চলিক কমিটির সভাপতি সুমন্ত মুণ্ডারী, জেলা কমিটির সদস্যা আশালতা পাত্র, ইউনিট সম্পাদক ঈদ মহম্মদ সেখ, এসএফআই এর পক্ষে নয়ন দাস, গণতান্ত্রিক আন্দোলনের নেতা সুব্রত ভাওয়াল, বিধায়ক প্রদীপ কুমার সাহা প্রমুখ।

আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কাটোয়া শহর এরিয়া কমিটি’র “ধারাবাহিক রাজনৈতিক সাংগঠনিক শিক্ষা কেন্দ্র”-র ক্লাস -“শতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি”। উক্ত বিষয়ে আলোচনা করেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুদীপ্ত বাগচী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।