জেলা রাজ্য

হুগলি জেলা নিউজ


প্রণব সেন:চিন্তন নিউজ:১৫ই জুন:—পূর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল আবার চতূর্থ দফায় চন্দননগর ৮নং ওয়ার্ড এলাকায় নাড়ুয়া ষষ্ঠিপুকুর, কবরস্থান, গোভাগাড় এলাকার বিস্তীর্ণ অঞ্চলের প্রায় ২০০ টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হোলো শিশুখাদ্য দুধ ও অন‍্যান‍্য সামগ্রী। বামমনষ্ক প্রগতিশীল মানুষের প্রচেষ্টায় আগামী দিনেও শিশুদের জন‍্যে দুধ ও অন‍্যান‍্য সামগ্রী তুলে দেবার পরিকল্পনা তাদের রয়েছে।

হুগলি থেকে জয়দেব নিয়োগীর রিপোর্ট:–
মানবদরদী, প্রগতিশীল, বামমনষ্ক কিছু মানুষ ও চুঁচুড়া গড়বাটী আমরা কয়েকজন সুইমিং ক্লাব এবং সেন্স সোসাইটির ব‍্যবস্থাপনায় আজ গড়বাটি, সুভাষপল্লী, কুন্ডঘাট, গোস্বামীঘাট , চাঁপাতলা, মজুমদারগড় অঞ্চলের ৮২ টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হোলো খাদ‍্যসামগ্রী ও নিত‍্যপ্রয়োজনীয় জিনিস পত্র। আজ উপস্থিত থেকে এই ত্রান বিতরন করলেন বাম উদারমনষ্ক ডাক্তার দম্পতি ডঃ প্রবুদ্ধ ঘোষ ও ডঃ শ‍্যামলী ঘোষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।