নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:২৬ শে নভেম্বর’:- রাজস্থানে আজকের সর্বভারতীয় ধর্মঘটে ভালো সাড়া পড়েছে। মূলত জয়পুর, প্রতাপগড়, উদয়পুর, পালি, করৌলি এবং অন্যান্য জেলাতে বন্ধের প্রভাব নজরে এসেছে।
কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে বামপন্থী ছাত্র সংগঠন গুলির সক্রিয় উপস্থিতিতে প্রতিষ্ঠান গুলিকে কতৃপক্ষ বন্ধ ঘোষণা করেছে।
সমতা আন্দোলন সমিতি, যারা এই বন্ধে সামিল তারা বিভিন্ন জায়গায় জাতপাত ভিত্তিক সরকারি প্রচেষ্টা, বিশেষ করে পার্লিয়ামেন্ট আমেন্ডমেন্ট অ্যাক্ট এর বিরোধিতা করে বন্ধে শামিল হয়েছে ।
শিল্পক্ষেত্র গুলিতে মিশ্র সাড়া পাওয়া গেছে। দশটি সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এই বন্ধে সামিল হয়েছে ১২টি ডিমান্ডকে সামনে রেখে (কেবলমাত্র বিজেপি বিএমএস ছাড়া)।
অর্ডিন্যান্স কেবল ফ্যাক্টরি, ব্যাংক সহ বহু কেন্দ্রীয় সংস্থার বহু সংগঠন এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।
অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি ( এ আই এস সি সি) যেখানে ২৫০ টি কৃষক সংগঠন “গ্রামীণ ভারত বন্ধে” র ডাক দিয়ে এই ধর্মঘটে সামিল হয়েছে । রাজস্থান কৃষক আন্দোলনের বহু নেতাকে গত পরশু রাত থেকে গ্রেফতার করে জেলে ঢোকানো হয়েছে
আজকের বন্ধে রাজস্থান এর বেশিরভাগ জেলাতেই ধর্মঘটে নজর কাড়ার মতো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ।