দেশ

পড়ুয়াদের পক্ষে এবার গর্জে উঠলেন বিগ বি


মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ১৯ ডিসেম্বর: বাদ পড়ে যাচ্ছিলেন সামনের সারির তারকারা। কেউ কেউ গর্জে উঠেছিলেন, কেউবা মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। নাগরিকত্ব আইন সংশোধনী বিলের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক আক্রমণে আওয়াজ তুলেছেন বেশ কিছু বলিউড তারকা। কিন্তু বাদ চলে যাচ্ছিলেন সামনের সারির তারকারা।

সেই তাদেরকে খোটা দিয়ে নেট পাড়ার মানুষজন শুরু করলেন “Shame on Bollywood”। কখনো আবার মাত্রা ছাড়িয়ে গিয়ে ট্রেন্ডিং হলো “বলিউড কি বেকার বুদ্ধি।” টুইটারে কেউ কেউ সোজা প্রশ্ন ছুড়ে দিয়ে নাম নিলেন বলিউডের নামজাদা তারকাদের। শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাড়ুকোন, রানবির সিং, প্রিয়াঙ্কা চোপড়া এরা সব কোথায়?

এমনই দোলাচলের মধ্যে টুইট করলেন বলিউডের শাহেনশাহ। দেরিতে হলেও সারা দেশে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালেন তিনি। ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে অমিতাভ টুইটে লিখলেন, “দিল্লিতে যা ঘটলো তার জন্য সত্যিই আমি ব্যথিত, ভীত এবং সন্ত্রস্ত। শান্তিপূর্ণভাবে প্রতিবাদের জবাব দেয়া হলো কাঁদানে গ্যাস ও জলকামান ছুঁড়ে!”

জামিয়ায় প্রতিবাদরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের হামলার ঘটনায় একাট্টা হয়েছেন বলিউডের নুতন ব্রিগেড। রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, রিচা চাড্ডা, কঙ্কনা সেন শর্মাদের মত তারকাদের তীব্র প্রতিবাদ করতে দেখা গিয়েছে। পরিচালকদের মধ্যে দেখা গিয়েছে অনুরাগ কাশ্যপ, অপর্ণা সেন, অলংকৃতা শ্রীবাস্তব, বিশাল ভরদ্বাজদের।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।