দেশ রাজ্য

সংবিধান রক্ষার দাবিতে আন্দোলনে বামেরা


রঘুনাথ ভট্টাচার্য, চিন্তন নিউজ, ১৯ ডিসেম্বর: ১৯শে ডিসেম্বর সারা দেশ জুড়ে এন আর সি-এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল পাঁচটি বামপন্থী দল। এ রাজ‍্যেও সর্বভারতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে ১৭টি বামপন্থী ও সহযোগী সংগঠনের পক্ষে নানা কর্মসূচির গ্রহণ করা হয়েছে।

শহরে ও গ্রামাঞ্চলে যথাক্রমে ওয়ার্ড ও পঞ্চায়েত ভিত্তিক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে যোগ দেওয়ার জন‍্য ব‍্যাপক সাড়া দিয়েছেন সব অঞ্চলের মানুষ। মিছিল হয়েছে জেলায় জেলায়। মহামিছিল হয়েছেমহানগরে।

সিপিআইএম-এর রাজ‍্য সম্পাদক সূর্য‍্য মিশ্র বলেন, সারা দেশের বিভিন্ন স্থানে কালা আইন সিএএ-র বিরুদ্ধে কর্মসূচি অনুযায়ী এ রাজ‍্যেও বিক্ষোভ মিছিল হবে গ্রামে ও শহরে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।