দেশ

হরিয়ানা পাঞ্জাব দিল্লী বর্ডার সিল করলো দিল্লি পুলিশ


নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:২৬ শে নভেম্বর:- হরিয়ানা দিল্লি বর্ডার- এ হরিয়ানা এবং পাঞ্জাব কৃষকদের ট্রাক্টর মার্চ মিছিল ঘিরে কৃষক পুলিশ সংঘর্ষ । পুলিশের ব্যারিকেড তুলে পাশে ঘাগড় নদীতে ফেলে দেয় আন্দোলনকারী কৃষকরা।

এই দিল্লি চলো মার্চের ডাক দিয়েছিল “অল ইন্ডিয়া সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি (এ আই কে এস সি সি), রাষ্ট্রীয় কিষাণ মহাসংঘ এবং ভারতীয় কিষাণ ইউনিয়নের একাধিক বিভাগ। বেলার দিকে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের দিল্লি ঢোকার রাস্তা গুরগাঁও ফরিদাবাদ রোড সিল করল দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, নতুন বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে ‘দিল্লি চলো’-র ডাক দিয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, কেরল, রাজস্থান, উত্তরাখন্ড – এই ছটি রাজ‍্যের কৃষকরা এই মার্চে অংশ নিয়েছেন। লাঠি, জলকামান, ব‍্যারিকেড উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে কৃষকরা।

দিল্লি পুলিশ বর্ডার সিল করলে কৃষক রা সেখানেই দু’ দিনের অবরোধ শুরু করেন, পরিস্থিতির গভীরতায় দিল্লী প্রশাসন আলোচনা শুরু করতে বাধ্য হয়। । সর্বশেষ পাওয়া খবর , কৃষক সংগঠনগুলিকে আলোচনাতে ডাকা হচ্ছে ৩ রা ডিসেম্বর।

*


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।