দিল্লী থেকে সংবাদদাতা : রণজিৎ সিং: চিন্তন নিউজ: ২৬ শে নভেম্বর:- দিল্লী এয়ারপোর্ট এর খাদ্য সরবরাহকারী ক্যাটেরার “তাজ সুটস”, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর কার্গো এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা গুলি সিটু – র ব্যানারে আজকের বন্ধ কে সমর্থন করে, কাজ বন্ধ করে পিকেটিং এ সামিল হয়েছে, যা অভূতপূর্ব।
সর্ব স্তরের মানুষের ধৈর্যের বাঁধ ভাঙার সমস্ত লক্ষণ পরিস্ফুট হচ্ছে বলে মত প্রকাশ করেছে সিটু নেতৃত্ব।