জেলা

আজ কাঁথি শহর ধর্মঘটীদের ছোট, বড় মিছিলের দখলে চলে যায়


নিউজ ডেস্ক : চিন্তন নিউজ:২৬শে নভেম্বর:- আজকের সাধারণ ধর্মঘটে কাঁথি শহরের বড় বড় দোকান, হাট ,বাজার সবই বন্ধ।কোন বেসরকারি বাস চলেনি। কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্ক, বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক, মুগবেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক, এবং ন্যাশনাল ব্যাংকগুলির বন্ধ। ব্যাঙ্কগুলির সামনে ব্যাংক কর্মচারীরাও পিকেটিংয়ে যুক্ত হয়েছেন এবং শত শত মানুষ রূপশ্রী বাইপাস এর কাছে অবরোধের সামিল হন, কিন্তু পুলিশ বিশেষ করে কাঁথির আই, সির নেতৃত্বে জোরপূর্বক হিমাংশু দাস ,হরপ্রসাদ ত্রিপাঠী, মাহমুদ হোসেন, সঞ্জীত দাস ,কালিপদ শীট,কানাই মুখার্জী, ভবানী বেরা , প্রণব পন্ডা, তাপস মিশ্র , মানিক দাস, সলিল মান্না সহ ধর্মঘটী সমর্থকদের টানাটানি, মারামারি করে জোরপূর্বক পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করে, কিন্তু দলবদ্ধ ,সংগঠিত মানুষের চাপে পুলিশ সরে যেতে বাধ্য হয় ।

।গোটা কাথি শহর জুড়ে ধর্মঘটীদের ছোট,বড় মিছিলের দখলে চলে যায়। আজকের এই ধর্মঘটকে সর্বাত্মক বলে দাবি করেছেন এবং ধর্মঘটী সমর্থক ও সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন সি,পি,আই (এম )রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস। আজকের সাধারণ ধর্মঘটে আইএন,টি,ইউ,সির রিনা দাস, এ, আই, টি ,ইউ, সির স্বপন পন্ডা, ইউ, টি ,ইউ, সির হোসেন আলী, ওয়েলফেয়ার পার্টির নজরুল আলি খান সহ নেতৃত্বগন অংশগ্রহণ করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।