খেলাধূলা দেশ

ক্রিকেট দুনিয়ার এক অধ্যায়ের অবসান


সায়ঙ্ক মন্ডল:- চিন্তন নিউজ ১৬ই আগস্ট:- গতকাল ভারতীয় ক্রিকেট তথা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। তার গত কালের বিদায়ে সোসাল মিডিয়াতে শোরগোল পড়ে গেছে । মহেন্দ্র সিং ধোনীর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২রা ডিসেম্বর ২০০৫ সালে শ্রীলঙ্কা বিরুদ্ধে (টেস্ট ক্রিকেটে)। একদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২৩শে ডিসেম্বর ২০০৫ সালে ।

মহেন্দ্র সিং ধোনীর জন্ম ১৯৮১ সালের ৭ই জুলাই বিহারের রাঁচি শহরে । স্কুল জীবনে তাঁর ক্রিকেটে হাতেখড়ি । ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত বিহার ক্রিকেট টিমের হয়ে খেলেছেন । এর পর আন্তর্জাতিক ক্রিকেট। ২০০৬ সালে ১লা ডিসেম্বর টি ২০ ক্রিকেট খেলেন সাউথ আফ্রিকা বিরুদ্ধে । পরের বছর অর্থাৎ ২০০৭ সালে আয়োজিত টি ২০ (টোয়েন্টি) বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে তাঁকে মাঠে দেখা যায় । তাঁরই নেতৃত্বে বহু আকাঙ্খিত টি ২০ (টোয়েন্টি) বিশ্বকাপ ভারত জয় করে । এর পর একের পর এক ট্রফি ভারত জয় করে ধোনীর নেতৃত্বে। ২০১১ সালে আয়োজিত একদিনে ক্রিকেটে বিশ্বকাপ জয় তাঁর হাত ধরেই । ২০১৩ সালে আয়োজিত চ্যাম্পিয়ন ট্রফিও ভারত জয় করে । ২০১৪ সালে ২৬শে ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলার পর টেস্ট ক্রিকেট থেকে তিনি বিদায় নেন । তারপর থেকে শুধু ভারতীয় দলের হয়ে একদিনের ক্রিকেট খেলে গেছেন । তিনি শেষ আন্তর্জাতিক টি ২০ খেলেছেন ২০১৯ সালের ২৭শে ফেব্রুয়ারি এবং শেষ একদিনের ক্রিকেট ম্যাচটি খেলেছেন ২০১৯ সালের ৯ই জুলাই নিউজিল্যান্ড বিরুদ্ধে। এর পর সেভাবে তাঁকে মাঠে দেখা যায় নি । যদিও ঘরোয়া ক্রিকেটে খেলেছেন তিনি অনেক দিন । তিনি টেস্ট ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৯০ টি , এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৩৫০টি এবং আন্তর্জাতিক টি২০ খেলেছেন ৯৮ টির মত । ডানহাতি বোলার হিসেবে ১টি উইকেটও পেয়েছেন । এভাবে হঠাৎ করে তার বিদায়ে ভারতীয় ক্রীড়া প্রেমীদের হতাশ করেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।