দেশ

নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আসামের বন্যা বিদ্ধস্ত মানুষের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী বিতরণ।        


সীমা বিশ্বাস, আসাম: চিন্তন নিউজ: ০৮/০৯/২০২২:–   আসামে নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির উদ্যোগে তিনটা জেলায় বন্যা বিধ্বস্ত মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আসামের হোজাই জেলা, কাছার জেলা এবং কামরূপ জেলার বিভিন্ন অঞ্চলে দুঃস্থদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

কামরূপের হাজো অঞ্চলের বরম্বৈ র কেন্দ্রীয় পুঁথি ভয়াল প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় পর মহিলাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।জেলা সম্পাদিকা নিকুঞ্জ বড়ো, সভানেত্রী নীলিমা বৈদ্য,রাজ্য সম্পাদিকা নিয়তি বর্মন, উপসভানেত্রী সীমা বিশ্বাস সভায় বক্তব্য রাখেন।  ১লাখ পঞ্চাশ হাজার টাকা র সামগ্ৰী ৩৫০ জনকে দেওয়া হয়।কাছার জেলায় বিভিন্ন অঞ্চলে  মালু গ্রাম,স্বামিজী রোড,চান্দমারি, চেংকুরি, আশ্রমরোড,নেতাজিনগর, নয়ারাজ, কালাইন, কাটিগড়া প্রভৃতি স্থানে  দেড়লাখ টাকার২২০ পরিবারকে ত্রাণ সামগ্ৰী বিতরণ করা হয়। কাছার জেলার জেলা সম্পাদিকা রত্না দেব, জেলা নেত্রী অদিতি চক্রবর্তী, স্বর্ণালী ঘোষ সাহায্য শিবির পরিচালনা করে।

হোজাই জেলায় সম্পাদিকা অনু রিজালের নেত্রীত্বে ৫০ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

পরবর্তী তে করিমগঞ্জ জেলায় ৫০ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।






মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।