কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ:১৩ই মে: – কর্ণাটকে শ্রমিকদের দুর্দশা মোকাবিলায় প্রধান ভূমিকা পালনকারী আই এ এস অফিসার মণিভান্নানকে হঠাৎই বদলি করে দিলো বিজেপি শাসিত কর্ণাটক সরকার। এই আই এ এস অফিসার লকডাউন চলাকালীন শ্রমিকদের বেতন পুরো না দেওয়া সংক্রান্ত হাজার অভিযোগের ভিত্তিতে শ্রমবিভাগের মুখ্যসচিব হিসাবে মালিকপক্ষের বিরুদ্ধে নোটিশ জারি করেছিলেন। তিনি রাজ্যে শ্রমবিভাগ এবং তথ্যো জনসংযোগ বিভাগের মুখ্যসচিবের ভূমিকা পালন করেছিলেন।
সোস্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় মণিভান্নআন পি করোনা ভাইরাস ও লকডাউন সম্পর্কিত জনগনের প্রশ্ন জানতে এক টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছিলেন যা জনসাধারণ দ্বারা প্রশংসিত হয়। তাঁর মালিকপক্ষের বিরুদ্ধে নোটিশের জেরে ক্ষুব্ধ শিল্পমহল থেকে সরকারের ওপর চাপ দেওয়া হয়। কর্ণাটক এমপ্লয়ারস এসোশিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ করস হয় যে, বেতন না দেওয়া নিয়ে শ্রমিকদের অভিযোগ উসকে দিয়ে অশান্তি সৃষ্টি করতে চান এই অফিসার।
এরপর ২৪ঘন্টার মধ্যে এই নোটিশ প্রত্যাহার করে নিয়েছিলেন মণিভান্নান। শ্রমমন্ত্রী শিবরাম হেব্বার চেয়েছিলন শ্রমিকদের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী তার দলের বিধায়কদের হাতে তুলে দেওয়া হোক, তারাই পরে সেগুলি বিতরণ করবেন। কিন্তু মণিভান্নান এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং নিজেই তা বিতরণ করে দেন। ফলে শ্রমমন্ত্রী ও বিধায়করা ক্ষুব্ধ হয়ে বদলি করেন বলেও অনেকের মত।
অভিবাসী শ্রমিকদের সংকট মোকাবেলার ক্ষেত্রেও সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে রাজ্যের শ্রম বিভাগ। কয়একশো অভিবাসী শ্রমিক অভিযোগ করেছেন যে তারা খাদ্য ও মজুরি কিছুই পাননি। তারা পায়ে হেঁটে নিজ রাজ্যে ফিরতে শুরু করেছিলেন। মণিভান্নানকে এমন সময় বদলি করা হলো যখন রাজ্যের শ্রমবিভাগ নানান প্রশ্নের সম্মুখীন।