দেশ

আজ দিল্লির যন্তর মন্তরে কাশ্মীর ইস্যুতে বন্দী নেতাদের মুক্তির দাবীতে সাধারণ মানুষের বিক্ষোভ।


মীরা দাস, চিন্তন নিউজ, ২৩ আগষ্ট: কাশ্মীরে আটক বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে ১৪টি বিরোধী দলের নেতৃবৃন্দ দিল্লিতে বিক্ষোভ দেখালেন যন্তর মন্তরে। আটক রয়েছেন বহু রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি। তাদের মুক্তির দাবিতে সোচ্চার হন নিরীহ সাধারন মানুষেরাও।

জম্মু কাশ্মীরের মানুষের সাথে কথা না বলে ৩৭০ ধারা বাতিল করে দেওয়া হয় এবং তারই জেরে কাশ্মীরে অঘোষিত জরুরি অবস্থা জারি হয়ে গেছে। হাজার হাজার মানুষ আজ গৃহবন্দী, রাজনৈতিক নেতাদের আটক করে রাখা হয়েছে, যে বিষয়গুলি খুব উদ্বেগজনক। সাথে সাথে মানুষের বাক্ স্বাধীনতার ওপর মারাত্মক হস্তক্ষেপ চলছে। এই সিদ্ধান্ত সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার বিরোধী, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া উচিৎ।

তারিগামী সহ কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও একই ভাবে আটক করে রাখা হয়েছে। বর্তমানে ফারুক আবদুল্লা সাংসদ পদে থাকা সত্বেও তাকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অঘোষিত জরুরী অবস্থা করে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।