অর্থনৈতিক দেশ বিদেশ

বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেলেন মুকেশ আম্বানি—–


কাকলি চ্যাটার্জ: চিন্তন নিউজ:২৩শে জুলাই:– ফোবর্সের সমীক্ষায় বিশ্বের কোটিপতিদের তালিকায় পঞ্চম স্থান দখল করলেন মুকেশ আম্বানি। ৬৩ বছর বয়সী এই ভারতীয় ব্যবসায়ীর সম্পত্তির পরিমাণ বর্তমানে $৮৬ বিলিয়ন ডলার। হ্যাথওয়ের চিফ এক্সিকিউটিভ বাফেটকে ছাড়িয়ে গেছে তাঁর সম্পত্তির পরিমাণ। মুকেশ আম্বানি তাঁর ডিজিটাল ব্যবসার জন্য বেশ কয়েকটি চুক্তি করেছেন এবং মার্চ মাসের পর তাঁর শেয়ার দ্বিগুনেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ফোবর্সের বিলিওনেয়ার এর তালিকায় বুধবার পর্যন্ত বার্কশায়ার হ্যাথওয়ের চিফ এক্সিকিউটিভ বাফেটের সম্পত্তি $৭২.৭ বিলিয়নকেউ ছাড়িয়ে ৬৩ বছরের যুবক রিলায়েন্স জিও খ্যাত আম্বানির সম্পত্তিমূল্য $৮৬ বিলিয়ন ডলার। আরআইএল এর জিও, ফেসবুক ইনক ও সিলভার লেক সহ সংস্থাগুলোর কাছ থেকে ১৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ তাঁকে এই জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেছে।

গত সপ্তাহে গুগল জিও প্লাটফর্ম লিমিটেডের $৪.৫ বিলিয়ন শেয়ার কেনার ব‍্যাপারে রাজী হয়েছে। ভারতে প্রায় ৪০০ মিলিয়ন ইউসার রয়েছে এমন একটি অনলাইন উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বিনিয়োগ করেছে। অনুসন্ধান ইঞ্জিন ৩৩৭.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করে ইন্টারনেট দুনিয়ার ৭.৭% দখল করবে।
অ্যামাজনের জেফ বেজোসের সম্পত্তির পরিমাণ $১৮৮.৮ বিলিয়ন ডলার—এটি শীর্ষস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে $১১৩.১ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক মাঈক্রোসফটের বিল গেটস। তৃতীয় স্থান দখল করেছে $১১১.৮ বিলিয়ন ডলারের মালিক বার্ণাড আর্নল্ট, বিলাসবহুল ব্র্যান্ড এলভিএমএইচের চেয়ারম্যান। ফেসবুক সাম্রাজ্যের অধীশ্বর মার্ক জুকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ $৮৯ বিলিয়ন ডলার, তিনি ফোবর্সের নির্বাচিত ধনীদের তালিকায় চতুর্থ স্থানে।

সমগ্ৰ বিশ্ব আক্রান্ত কোভিড১৯ এর পাশাপাশি অর্থনৈতিক মন্দায়। একদিকে ভারতে দ্রুতহারে বাড়ছে বেকারি, মন্দা। বাড়ছে গরীব মানুষের সংখ্যা। ক্ষুধার সূচকে ভারতের স্থান ১১৭ টি দেশের মধ্যে ১০২তে, নেপাল-বাংলাদেশ-
পাকিস্তানও ভারতের থেকে ভালো অবস্থায় রয়েছে। সেখানে কোটিপতিদের তালিকায় ভারতের সংখ্যা ক্রমবর্ধমান‌। তেল উত্তোলন থেকে টেলিকম সবক্ষেত্রেই সরকারের আশীর্বাদ ধন্য সংস্থা রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ এগিয়ে। অর্থনীতি যখন কঠিন চ্যালেঞ্জের মুখে তখনও লাভের পরিমাণ বেড়েই চলেছে মুকেশ আম্বানির। একটা ভারতের মধ্যেই যেন অন্য আর এক ভারত! ভারতের অর্থনীতি ও সমাজে বৈষম্য কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা আম্বানিদের বাড়বাড়ন্ত দেখলে সহজেই অনুমান করা যায়। শেয়ার বাজারে বিপুল লাভ মুকেশ আম্বানিকে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি এবং এশিয়ার এক নম্বরে পৌঁছে দিতে সাহায্য করেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।