দেশ

দিল্লির ভারত বাঁচাও আন্দোলন কর্মসূচি


সুবীর ব্যানার্জী: চিন্তন নিউজ:৯ই আগস্ট:- রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করা, শ্রম ঐতিহাসিক ‘ভারত ছাড়ো আন্দোলন’ এর প্রেক্ষাপটে গোটা ভারতবর্ষ জুড়ে আজ বামপন্থী শ্রমিক সংগঠন ও কৃষক, ছাত্র যুব মহিলা সহ অন্যান্য গণসংগঠন গুলি রাস্তায় নেমে ‘ভারত বাঁচাও’ আন্দোলনে সামিল হয়। এই আন্দোলনের শরিক হয়ে মোদি সরকারের ‘দেশ বেচা’ নীতির বিরুদ্ধে , বর্বর অমানবিক লুঠ ও শ্রমিক শোষণের বিরুদ্ধে তীব্র ক্ষোভে উত্তাল হয়ে ওঠে দিল্লি ।

চাকরির নিরাপত্তার দাবিতে , কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা শিল্পের বেসরকারী করনের বিরুদ্ধে, কয়লা খনির বেসরকারী করনের বিরুদ্ধে, রেলের বেসরকারী করনের বিরুদ্ধেএই দাবীগুলো নিয়ে সোচ্চার দিল্লির বিভিন্ন গণসংগঠনগুলো। দিল্লির যন্তর মন্তর,আই টি সেক্টরের কর্মীরা,নয়ডা প্রভৃতি জায়গায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।