জেলা রাজনৈতিক

দক্ষিণ চব্বিশ পরগণার টুকরো খবর


অভিজিৎ দাসগুপ্ত, চিন্তন নিউজ, সোনারপুর পশ্চিম, ২৫ নভেম্বর: আগামীকাল ২৬ নভেম্বর সারা দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে CITU-AIKS-SFI-DYFI-AIDWA সোনারপুর পশ্চিম এরিয়া ট্রেড কোঅর্ডিনেশন ও আঞ্চলিক কমিটির আহ্বানে গড়িয়া থেকে কামালগাজী পর্যন্ত মশাল মিছিল সংঘটিত হয়।

ঋষি রাজনারায়ণ বসু শ্রমজীবী ক্যান্টিন- সোনারপুর পশ্চিম, সরলদীঘি, বোড়ালের আজ ছিল ৪৬ তম দিন। আজ শ্রমজীবী ক্যান্টিনে উপস্থিত ছিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সিপিআই(এম) নেতা কম.কান্তি গাঙ্গুলি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা কমঃ নন্দিনী মুখার্জী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কমঃ পার্থ প্রতিম বিশ্বাস, রাজপুর সোনারপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও সিপিআই(এম) নেতা কমঃ কমল গাঙ্গুলী, সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির সদস্য নেতা কমরেড প্রবীর দাস, সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক কমরেড আশীষ শীলসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

পাশেই আগামীকালের সাধারণ ধর্মঘটের সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কমঃ নন্দিনী মুখার্জী ও কমঃ কান্তি গাঙ্গুলী। সভাপতি ছিলেন কমঃ কমল গাঙ্গুলী। শ্রমজীবী ক‍্যান্টিনের সহযোদ্ধা কমরেড তারক দাস, রেড ভলান্টিয়ার, বেসরকারি সংস্থার কর্মী, সম্প্রতি চাকরি ছেড়েছেন, শুরু থেকেই নিরলসভাবে কাজ করে চলেছেন, আজ তার যৎসামান্য সঞ্চয় থেকে ক‍্যান্টিনের জন্য পাঁচ হাজার টাকা এবং কান্তিদার সুন্দরবন তহবিলে পাঁচ হাজার টাকা মোট দশ হাজার টাকা তুলে দেন কমরেড কান্তি গাঙ্গুলীর হাতে।

বিভাস সাহা, ক্যানিং: আজকে ক্যানিং cpim এরিয়া কমিটির বাঁশড়া অঞ্চলের ঘুটিয়ারী শরিফে সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল সংগঠিত হয় l আগামী কাল সকালেও রাস্তায় অবরোধ কর্মসূচি হবে।

অশোক কুমার দাস, সাগর: আগামীকাল ২৬ নভেম্বরের ধর্মঘট কে সমর্থন করে AIUTUC এর উদ্যোগে কেন্দ্র রাজ্য সরকারের দ্বিচারিতা, বেতন মাসে ২১০০০ টাকা বৃদ্ধি সহ সমস্ত কর্মীদের স্থায়ীকরণ, অবসরকালীন পেনশন ইত্যাদি কারণ নিয়ে আইসিডিএস কর্মী -সহায়িকা, মিড ডে মিলের কর্মীরা আন্দোলন গড়ে তুলেছে। আজকের সাগর হরিণবাড়ি কলেজ মাঠের পাশে এই কর্মসূচি হয়।উপস্থিত ছিলেন ICDS এর রাজ্য সম্পাদিকা। সভায় আগামীকালের ধর্মঘটকে সফল করার প্রস্তাব রাখা হয়।

দেবু রায়, যাদবপুর: গতকাল cpim মধ্য যাদবপুর এরিয়া কমিটির অঞ্চলে (১০১,১০২ ও ১১০ নম্বর ওয়ার্ডে) ১৩৯টি পথসভা হয়েছে, ২৬ শে নভেম্বরের ধর্মঘটের সমর্থনে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।