দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রক্ত দিয়ে চিঠি লিখলেন আন্দোলনরত কৃষকরা


নিজস্ব সংবাদদাতা: চিন্তন নিউজ:২৩শে ডিসেম্বর:- দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে অনেক আন্দোলন সংঘটিত হয়েছে। নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকন্ঠে কৃষক আন্দোলনে বৈচিত্র্যের ধারা অব্যাহত। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রক্ত দিয়ে চিঠি লিখলেন কৃষকেরা।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার সিংঘু সীমান্তে প্রায় শতাধিক কৃষক রক্তদান করেন। এই রক্তদান শিবির হয় লুধিয়ানার ‘ভাই ঘানিয়া জি মিশন সেবা সোসাইটির স্থাপন করা একটি ক্যাম্পে।সেখান থেকেই রক্ত দিয়ে চিঠি লেখার পাশাপাশি রক্ত দিয়ে পোস্টার লেখা হয়। রক্ত দিয়ে খোলা চিঠিতে অভিযোগ করা হয়েছে কৃষক তথা সাধারণ মানুষের দেওয়া ভোটে জিতেই মাননীয় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী হয়েই তিনটি আইন পাশ করিয়ে কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। চিঠিতে অনুরোধ করা হয়েছে প্রধানমন্ত্রী যেন তিনটি কৃষি আইন বাতিল করে দেন। খবরে জানা যায় সিঙ্ঘু সীমান্তে আগামি দিনে আন্দোলনকে আরও জোরদার করতে কৃষক নেতারা মঙ্গলবার বৈঠকে মিলিত হয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন ।

বিক্ষোভকারী কৃষকরা আশঙ্কা করছেন যে নতুন আইনগুলি তাদেরকে বড় কর্পোরেটদের হাতের পুতুল করে ফেলে রাখবে এবং ন্যূনতম সমর্থন মূল্য (এমএসপি) ব্যবস্থা বাতিল করবে।তাই কৃষক আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার বার্তা দিয়েছেন কৃষকরা, যতদিন না কেন্দ্র সরকার নয়া কৃষি আইন বাতিল না করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।