দেশ

অমানবিক সিদ্ধান্ত – তিন তালাক বিল


রঘুনাথ ভট্টাচার্য, চিন্তন নিউজ, ১ আগষ্ট: সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ভারতের রাষ্ট্রপতির কাছে দাবি করেছেন তিনি যেন ‘তিন তালাক’ বিলে সই না করেন। একটি দেওয়ানি অপরাধকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফৌজদারি অপরাধে পরিবর্তিত করে মুসলিম পুরুষদের হীন অপরাধী হিসাবে দেখাতে আরেকটি অস্ত্র হয়ে উঠতে পারে এই আইন।

তাঁরা আরও বলেন, সায়েরা বানু মামলায় শীর্ষ আদালত ইতিমধ্যেই জানিয়েছেন যে, তিন তালাক কোনোভাবেই বিবাহ বিচ্ছেদের আইনসঙ্গত পথ নয়। ৪৯৮এ ধারা স্বামীর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকারী যদি এই তালাকের ক্ষেত্রে হিংসার অভিযোগ থাকে।

সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে যথাযথ ও বিস্তারিত আলোচনা না করে সরকার তড়িঘড়ি এই রকম গুরুত্বপূর্ণ একটি আইনের বিল সংসদে পাশ করিয়ে মুসলিম পরিবারের মহিলাদের আরও বঞ্চনার দিকে ঠেলে দিল। এর ফলে বিচ্ছিন্ন স্ত্রী স্বামীর কাছে ভরণপোষণ ও বাসস্থানের নয় শুধু মাত্র খোরপোষ দাবি করতে পারবেন। মহিলা সমিতির দাবি, এই বিল সরকারের একটি ‘পশ্চাদমুখী’ পদক্ষেপ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।