রঘুনাথ ভট্টাচার্য, চিন্তন নিউজ, ১ আগষ্ট: সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ভারতের রাষ্ট্রপতির কাছে দাবি করেছেন তিনি যেন ‘তিন তালাক’ বিলে সই না করেন। একটি দেওয়ানি অপরাধকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফৌজদারি অপরাধে পরিবর্তিত করে মুসলিম পুরুষদের হীন অপরাধী হিসাবে দেখাতে আরেকটি অস্ত্র হয়ে উঠতে পারে এই আইন। তাঁরা আরও বলেন, সায়েরা বানু মামলায় শীর্ষ আদালত […]