দেশ রাজ্য

বিদ্যুতের চাহিদা কম সর্বত্র


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৮ এপ্রিল: এবছর বিদ্যুতের চাহিদা কম। সাধারণত মার্চ মাসের প্রথম থেকেই বিদ্যুতের চাহিদা বাড়তে থাকে। ঘাটতি মেটাতে রাজ্যগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সংগ্রহ করার। এই বছরের চিত্র সম্পূর্ণ আলাদা। এই বছর মার্চ মাসে প্রায় প্রতি সপ্তাহে ঝড়-বৃষ্টি হ‌ওয়ায় গরম অনেক কম। তাই বিদ্যুতের চাহিদা কম। এর ফলে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২২% কমেছে —ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ এর রিপোর্ট অনুযায়ী। ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ বলেছেন এই বছর মার্চ মাসে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৩.১২ টাকা। ২০১৮ তে  মার্চ মাসে বিদ্যুতের দাম ছিল ইউনিট প্রতি ৪.০২ টাকা। ফলে এ বছর যে রাজ্যগুলি বিদ্যুৎ কিনেছে তারা লাভবান হয়েছে।
অন্যান্য বছরে পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলি চড়া দামে বিদ্যুৎ কেনে। এবারে বিদ্যুৎ কিনেছে মুলত লোকসানে চলা কারখানা গুলি। সস্তায় বিদ্যুৎ পাওয়ায় তারা লাভবান হয়েছে। কোষাগারে মূলধনের টানাটানি কমেছে অবশ্যই।
জাতীয় এনার্জি এক্সচেঞ্জের মতে এ বছর বিদ্যুতের চাহিদা কম সম্পূর্ণ প্রাকৃতিক কারণে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।