সূপর্ণা রায়:চিন্তন নিউজ:৬ই সেপ্টেম্বর:- যদি সব ঠিকঠাক থাকে তবে তবে আগামী ৭ ই সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামছে ভারতের জিএস এলভি এমকে থ্রি-মহাকাশযানের সংগে যাওয়া ল্যান্ডার বিক্রম।। কিন্তু তার আগে দেখা যাক এই মহাকাশ যান চন্দ্রযান-২ নিয়ে কিছু গুরুত্ব পুর্ন তথ্য—-চাদের উদ্দেশ্য পাড়ি দেওয়া এই মহাকাশ অভিযান এর বিশেষত্ব সম্পর্ক এ।। আমেরিকা র মহাকাশচারী দের চাঁদের মাটিতে পা দেওয়া থেকে শুরু করে চাঁদ এর উতপত্তি ও গঠন নিয়ে গবেষনা নতুন কিছু নয়।। কিন্তু সেসব হয়েছে চাঁদ এর উত্তর মেরুতে।। এখানে সুর্যের আলো বেশী পড়ে।। আর এই অঞ্চল নিয়ে গবেষনা চালিয়ে যাচ্ছে আমেরিকা —–রাশিয়ার মতো দেশ গুলো।।। তবে এই গবেষনার মদ্ধ্যে বাদ রয়েছে চাঁদের দক্ষিনমেরু অংশ।। আর চাঁদের এই অংশেই মহাকাশযান বিক্রমকে নামানো র পরিকল্পনা নিয়েছে ভারতের মহাকাশ সংস্থা ইসরো।। কেননা চাঁদের এই ছায়াবৃত অংশটি উত্তরমেরু থেকে অনেক বড়।। এখানে তাই চাঁদ এর মাটিতে জল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ইসরোর মহাকাশ গবেষক রা।। চাঁদ এর এই অংশটি ছায়াবৃত থাকে তাই এই অঞ্চল টি বেশ ঠান্ডা এবং এখানে জল পাওয়ার সম্ভাবনা খুব বেশী। তবে শুধু চাঁদের মাটিতে জল পাওয়াই একমাত্র উদ্দ্যেশ্য নয় এই মহাকাশ অভিযানের।। কারন এর আগে চন্দ্রযান-১ নিয়ে গবেষনা করতে গিয়ে চাঁদের মাটিতে জল আছে বলে দাবী করেছিলেন গবেষক রা।। কিন্তু সেটা মাটিতে নেমে পরীক্ষা করে দেখা হয়নি।। এবার ভারতের এই মহাকাশ অভিযানে চাঁদের মাটিতে নেমে চালানো হবে জলের সন্ধান।। কারন জলই দিতে পারে সেখানে প্রানী আছে কিনা আর বেচে থাকার মত অক্সিজেন আছে কিনা??? গবেষক দের ধারনা দক্ষিন মেরু তে গর্তের উপস্থিতি আছে।। গবেষক দের ধারনা এই গর্তের মধ্যে মিলতে পারে জলের সন্ধান অথবা পাওয়া যেতে পারে ফসিল—-যার থেকে জানা যেতে পারে চাঁদের অতীত নিয়ে নানা অজানা তথ্য।। সেইকারণ এই চাঁদের এই গর্ত গুলি নিয়ে জানবেন গবেষক রা। তাছাড়া চাঁদের ভুপ্রকৃতির গঠন এবং চাঁদের ভুপৃষ্টের মানচিত্র তৈরী করাও এই মহাকাশ অভিযানের অন্যতম উদ্দ্যেশ্য।। এইসব বিষয় নিয়ে গবেষনা চালানো র জন্য জিএসএলভি এমকে থ্রি রকেট থেকে একটি অংশ অরবিটার আগামী একবছর চাঁদের কক্ষপথে ঘুরপাক খাবে।। এই অরবিটের ওজন ২ হাজার ৩৭৯ কেজি।। জিএসএলভি এম কে রকেটের আর একটি অংশ বিক্রম এটি চাঁদ এর মাটিতে নামবে।। ভারতের মহাকাশ গবেষনার জনক বিক্রম এ সারাভাইয়ের নাম অনুসারে এই যানটির নাম বিক্রম রাখা হয়েছে।। এটির ওজন ১ হাজার ৪৭১ কেজি।। চাঁদের মাটিতে নামার পর এর পেট থেকে বেরিয়ে আসবে ছ’ চাকার রোভার যান।। এই যান টিই চাঁদের মাটিতে বিচরন করবে —–নানা তথ্য সংগ্রহ করবে আর সংগৃহীত তথ্য সে বিক্রম কে পাঠাবে।। বিক্রম সেই তথ্য অরবিটার এর মাধ্যমে আমাদের মহাকাশ গবেষনা কেন্দ্রে ইসরোর বেংগালুরুর দপ্তরে পাঠাবে।। পৃথীবির ১৪ দিন চাঁদের একদিনের সমান।। ভারতের এই চন্দ্রযান -২ মহাকাশ অভিযানের বিশেষত্ব হল দেশীয় প্রযুক্তি র সাহায্যে এই প্রথম চাঁদের দক্ষিনমেরু তে মহাকাশ যান নামছে।। এর সাথে একসঙ্গ এ চাঁদের মাটিতে রোভার যান চলে সম্পুর্ন দেশীয় প্রযুক্তি র সহায়তায়।। সব মিলিয়ে ভারতের এই চন্দ্রভিযান সফল হলে তা বিশ্বের দরবারে মহাকাশ গবেষনায় এগিয়ে থাকা দেশ গুলির কাছে সমীহ আদায় করে নেবে তা আর বলার অপেক্ষা রাখে না।। আগামী দিনে দেশের কোনও মহাকাশচারী কে চাঁদের মাটিতে পা রাখার পথ প্রশস্থ করবে।।।।
Related Articles
প্রচন্ড সঙ্কটের মধ্যে দিন কাটছে হবু মা’ও বৃদ্ধ-বৃদ্ধাদের
সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১৬ই মে :– রোগী , ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে কোভিড আশঙ্কা বর্তমান সময়ে পশ্চিমবঙ্গসহ ভারতবর্ষেরও পুরো বিশ্ব কোভিড_১৯ ভাইরাস সংক্রমণের কারণে বিপন্ন ।। কোভিড ১৯ এ আক্রান্ত হবার ভয়ে এক ভয়ঙ্কর দূর্বিপাক ডেকে এনেছে আর তার থেকেও বড় আতঙ্ক এই রোগে সংক্রামিত হ ওয়ার ভয়।। এই ভয় এমন জায়গায় পৌঁছেছে যে পশ্চিমবঙ্গের […]
সাধারণ শ্রমিকদের স্বার্থে অনেকগুলো দাবি”র ভিত্তিতে বিভাগীয় বীমা কর্মচারী সমিতি ” র বিক্ষোভ-সমাবেশ
মিঠুন ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:২৭শে মে:- কেন্দ্রীয় সরকারের শ্রমিক আইন লংঘন করে ৮ ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টা কাজের নিয়ম করা শ্রমআইন বিরোধী নীতির বিরুদ্ধে ব্যাংক ও বীমা শিল্পের বেসরকারিকরণের বিরুদ্ধে দেশের সমস্ত জায়গা থেকে ফেরত পরিযায়ী শ্রমিকদের সঠিক চিকিৎসা ও সরকারী কোয়ারেন্টাইন সেন্টার পরিষেবা দেওয়ার দাবিতে পশ্চিমবঙ্গের আমফান নামক ঘূর্ণিঝড়কে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি সহ বিভিন্ন দাবিতে […]
প্রতিবন্ধী সুনীতা টুডু মানবিকতার এক নাম
বিপ্লব সেন: চিন্তন নিউজ:৩১শে মে:- সেএকজন প্রতিবন্ধী। কথা ঠিকমত বলতে পারেনা। ইশারায় কথা বলে। ডি ওয়াই এফ আই ‘পরিজন’ কমিউনিটি কিচেনের খাবার দেবার টেবিলের সামনে একটি দানবাক্স রাখা ছিল যেখানে লেখা ছিল-“উমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কিছু দান করুন”। মেয়েটি টেবিলের সামনে দাঁড়িয়ে লেখাটা পড়ে রুমালের গিঁট খুলে পঞ্চাশ টাকা বের করে দান বাক্সে ফেলে দিল। […]