রাজ্য

বিশ্বভারতীর তিন ছাত্র-ছাত্রীকে “মাওবাদী” তকমা , তীব্র প্রতিবাদ এস‌এফ‌আই এর


রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:২৫শে জুন:- বিশ্বভারতীর তিন ছাত্র-ছাত্রীকে “মাওবাদী” তকমা দেওয়ার বিরোধিতা করে ও তাঁদের উপর অনৈতিক সাসপেনশন প্রত্যাহারের দাবিতে আচার্য্য তথা প্রধানমন্ত্রী এবং পরিদর্শক তথা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়া হয় এস. এফ. আই বিশ্বভারতী লোকাল কমিটির তরফ থেকে।

প্রসঙ্গত গত জানুয়ারি মাসের ১৪তারিখে বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের দুই ছাত্র সোমনাথ সৌ, ফাল্গুনী পান ও সঙ্গীত ভবনের ছাত্রী রূপা চক্রবর্তীকে মিথ্যা অজুহাতে সাসপেন্ড করা হয় বলে এসএফআই কর্মীদের অভিযোগ। প্রথমে তিন মাসের সাসপেনশন থাকলেও তাঁদের কার্যকলাপ খতিয়ে দেখার জন্য যে কমিটি গঠিত হয় তাঁরাও কোনো সিদ্ধান্তে আসতে পারেন নি ওই সময়ে।

এদিকে “অনৈতিক ভাবে” ছাত্রছাত্রীদের সাসপেনশন আরও তিন মাস বাড়ানো হয়। এর সাথে সাথেই এক ভার্চুয়াল বৈঠকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মহাশয় ওই তিন জনকে মাওবাদী তকমা দেন যার তীব্র বিরোধিতা করেছে বাম ছাত্র সংগঠনটি। পুরো ঘটনাক্রম চিঠিতে উল্লেখ করে এর বিহিত চেয়ে ছাত্র ছাত্রীরা তাঁদের স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন তাঁর হস্তক্ষেপ চেয়ে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।