রাজ্য

বাঁকুড়া শহর এসএফআই ও ডিওয়াইএফআই এর উদ‍্যোগে অভিনব কর্মসূচি


কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:২২শে এপ্রিল:- বাঁকুড়া শহর এসএফআই ও ডিওয়াইএফআই এর উদ‍্যোগে অভিনব কর্মসূচির মধ‍্য দিয়ে লেনিনের ১৫০তম জন্মদিবস উদযাপন করলেন।

তাঁরা সিদ্ধান্ত গ্রহন করেছিলেন লকডাউনের জন‍্য গর্ভবতী বা সদ‍্য প্রসূতি মায়েদের পুষ্টির লক ডাউন হতে দেবেন না। আজ সন্ধ‍্যায় তাঁরা লেনিনের জন্মদিবসটিকে এই কাজে ব‍্যাবহারের জন‍্য বেছে নিয়েছিলেন।

আজ সন্ধ‍্যেতে শহরের কিছু অংশে দুস্থ, লকডাউনের জন‍্য বিপর্যস্ত গরীব গর্ভবতী ও সদ‍্যপ্রসূতি মায়েদের পুষ্টির যোগানে তাঁদের হাতে পুষ্টিকর খাদ‍্য ও এই সময়ে মায়েদের অবশ‍্য পালনীয় কর্তব‍্যের সচেতনতামূলক নির্দেশিকা তুলে দেন।

এই পুষ্টিকর খাদ‍্যের প‍্যাকেটে থাকছে স্বাস্থ‍্যবিধি ও শুভেচ্ছা বার্তা, তিরিশ টি ডিম, ৫০০গ্রাম হরলিক্স, ২০০গ্রাম ছাতু, ২০০গ্রাম সয়াবিন, ১টি সাবান।

তাঁদের এই কাজে যাঁরা হাত বাড়িয়ে এই কর্মসূচি সফল করতে সহায়তা দিচ্ছেন প্রত‍্যেক শুভানুধ‍্যায়িকে সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানিয়েছেন। তাঁরা ঘোষণা করেছেন মানুষের সহযোগিতায় এই কর্মসূচি তাঁরা চালিয়ে নিয়ে যাবেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।