রাজ্য

বৃষ্টিতে আর‌ও এক মর্মান্তিক দূর্ঘটনা কলকাতায় , কর্পোরেশনের গাফিলতি স্পষ্ট


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২৯শে সেপ্টেম্বর:– কলকাতা জলমগ্ন হয়েই রয়েছে। তারপর গতকাল থেকে চলছে অবিরাম ধারায় নিম্নচাপের বৃষ্টি। আর তার মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দূর্ঘটনা ১০ নং আহিরীটোলার একটি বাড়ীতে। বাড়ীটি বহু পুরোনো কিন্তু সেখানে বাস করতেন বেশ কিছু বাসিন্দা। জরাজীর্ন বাড়ীটা বৃষ্টির ধকল সইতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো । ভেঙে পড়া বাড়ীতে বেশ কয়েকজন আটকে পড়েছিলেন তার মধ্যে একটি মাত্র তিন বছরের বাচ্চাও ছিল। শিশুটির বাবা মা ভাঙা বাড়ীর থেকে বেরোতে পারলেও বাচ্চাটা ও তার আটান্ন বছরের দিদিমা আটকে পড়েছিলেন। প্রায় সাত ঘন্টা চেষ্টার পর উদ্ধার করা হয় ওই দুজন কে। এই এতটা সময় ধরে অন্তঃস্বত্বা মা আর বাবা টানা দাঁড়িয়ে ধ্বংসস্তুপের পাশে এই আশা নিয়ে যে বাচ্চাটিকে উদ্ধার করবে এই আশায়। শেষ পর্যন্ত উদ্ধার হলো কিন্তু ইঁটের নীচে চাপা পড়া বাচ্চাটা ততক্ষনে পৃথিবীর মায়া ত্যাগ করেছে সঙ্গে তার দিদিমাও। উদ্ধারের সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তারবাবুরা তাদের মৃত ঘোষনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান এই দোতলা বাড়ীটা অনেক পুরোনো। বাড়ীটি ভারাটে – বাড়ীওয়ালার বিবাদের জন‌্য বহুকাল সংস্কার করা হয়নি আর পুরসভারও কোন নজর ছিল না। এলাকার বিধায়ক শশী পাঁজা সব জেনে শুনে কোন ব্যবস্থা নেন নি। বাড়ীটি ভেঙে পড়ার পর আশেপাশের লোক প্রথমে বুঝতে পারেননি পড়ে বিকট শব্দে দোকানদার রা সব দেখেশুনে চিৎকার করে সবাইকে জানায়। আশেপাশের লোকজন এসে উদ্ধার কার্যে হাত লাগান। একের পর এক মৃত্যু – প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।