মিঠুন ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:২৪শে মে:-“বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।”—কবির এই প্রত্যয় বাণীর মতন ভারতের কমিউনিস্ট পাটি (মার্কসবাদী) মেডিক্যাল মোড় শাখা কমিটি ও ভারতের গনতান্তিক যুব ফেডারেশন মেডিক্যাল মোড় শাখার কর্মীরা লকডাউনের 4*0 অধ্যায়তে রোদ ঝড় জল বৃষ্টিকে চলার পথের পাথেয় করে আজ নবম দিনে তাদের কমিউনিটি কিচেনের কাজ দৃঢতার সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন।
আজ তাদের কাজে সহযোগিতার হাত বারিয়ে দিয়েছেন “সৃজনসেনা”। চার শতাধিক অসহায় দরিদ্র ভূভুক্ষু পেলকু জোতের তাঁত বস্তির ও লচকা নদীর দুধারের দরিদ্র মানুষের মুখের ভাত যোগানোর কাজে তারা এগিয়ে আসেন।উপস্থিত ছিলেন সিপিআই(এম) মাটিগাড়া এরিয়া কমিটির সদস্য কম• পিনাকী বনিক, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্যা কম মীরা রায়, ডিওয়াইএফআই শাখা সমপাদক সুকান্ত ঘোষ, অমিয় সাহা,সুভায়ু বসাক, রিক কর, অনিকেত কুনডু সৃজনসেনার পক্ষে পার্থ চক্রবর্তী, তনিষা চক্রবর্তী,ক্রোমালী মিত্র, কোয়েল রায়। এছাড়াও ছিলেন নিখিল রায়,মহবুব আলম, দেবেন কোঙ্গার, অনিল রায়, সাগর ছেত্রী প্রমুখ।