মিঠুন ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:২৪শে মে:–মনোরঞ্জন মন্ডল বয়স-৫৪,মাথায় ব্রেন টিউমার, বিছানায় শয্যাসায়ী, তার এক ছেলে-এক মেয়ে, স্ত্রী রিঙ্কু মন্ডল বাড়ি ডাবগ্রাম-২পঞ্চায়েত এলাকায় নরেশ মোড় সংলগ্ন তেলি পাড়ায়। টাকার অভাবে স্বামীর চিকিৎসা করাতে পারছেন না, আথির্ক অনটনের সংসার, লক ডাউনের সময়কালে আরো কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে মন্ডল
পরিবারের তরফ থেকে খবর দিলে ,তৎক্ষনাৎ ডিওয়াইএফআই ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির সদস্যরা অসহায় পরিবারের পাশে দাঁড়ায় এবং পরিবারের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেয়।আগামীতেও পরিবারের পাশে থাকবে ডিওয়াইএফআই, এই আশ্বাসও দেওয়া হয়।