জেলা রাজ্য

লকডাউনে অসহায় টোটোচালকরা, প্রশাসন শীতঘুমে, ভরসা সেই সিপিআই(এম)


সরোজ দাস: চিন্তন নিউজ:২৪শে মে:- লকডাউনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব, অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্তব্ধ। বিকল্প রুটিরুজি খোঁজাও অসম্ভব। সরকার হাত গুটিয়ে নিয়েছে অনেক আগেই। স্থানীয় শাসকদলের নেতানেত্রীরা শীতঘুমে। লকডাউন এই মূহুর্তে শিথিল করলে বিপদের আশংকা বাড়বে এমনটাই দাবি বৈজ্ঞানিক ও চিকিৎসক মহলে। প্রশাসনের নির্বিকার মনোভাব আর্থিক বিপর্যয়ের পাশাপাশি শারীরিক ও মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছেন অনেকেই।

এই অনিশ্চিত অবস্থার মেয়াদ ২ মাস অতিক্রম করলো। হাওড়ার লিলুয়া- ভোটবাগান রুটের টোটোচালকদের অবস্থা সঙ্গীন। পরিবারের একাধিক সদস্যরা নির্ভরশীল তাঁদের ওপর। এই মহামারীর কারণে দীর্ঘদিন কর্মহীন তাঁরা। নামমাত্র সঞ্চয় দিয়ে কদিনই বা চলতে পারে! এমতাবস্থায় সিপিআই(এম) বালি বেলুড় এরিয়া কমিটির বেলুড় পশ্চিম ৩ নং শাখার উদ্যোগে আজ ১৭০ জন টোটোচালক বন্ধুদের হাতে তুলে দেওয়া হল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।