জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ১৬/১০/২০২২:— সৌরেন বসুঃ-হুগলী জেলায় রাখী বন্ধন কর্মসূচী গোটা জেলায় বহু মানুষের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কবিগুরু প্রর্বতিত সম্প্রীতির বন্ধন হিসাবে পালিত হয়।

বলাগড়,ভদ্রেশ্বর,সিঙ্গুর,রিষড়া,পান্ডুয়া,পুরশুড়া,জাঙ্গীপাড়া, ব্যান্ডেল,খানাকুল সহ বিভিন্ন জায়গায় পালিত হয়েছে। বিভিন্ন গনসংগঠনের নেতৃবৃন্দ ও অংশগ্রহণ করেন।এই কর্মসূচীতে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য উৎপল রায়, জেলা সভাপতি দেবগোপাল চক্রবর্তী, কার্যকরী সভাপতি জগন্নাথ কুন্ডু ,রাজ্য সহ সভাপতি ও জেলা সম্পাদক সৌরেন বসু, রাজ্য কাউন্সিল সদস্য শান্তশ্রী বেরা,গৌতম সরকার, বাসুদেব ব্যানার্জী সহ জেলা কমিটির সদস্যরা ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব‍্যাণ্ডেল নলডাঙ্গা-বালিকাটায় বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি, ব‍্যাণ্ডেল মগরা আঞ্চলিক কমিটির উদ‍্যোগে ঐক্য ও সম্প্রীতির রাখি বন্ধন।

শুভেন্দু নন্দীঃ-আজ পুরশুড়া ডি ওয়াই এফ আই উত্তর লোকাল কমিটির উদ‍্যোগে শোধপুর মসিনান লাউতারা ইউনিটের তত্তাবধানে চিনি কলের মাঠে রক্তদান শিবির সফল হলো। ৫২ জন রক্ত দিয়ে রক্ত দান জীবন দানের কর্মসূচিকে বাস্তবায়ন করেছে।

সুদীপ্ত সরকারঃ-১৯০৫ সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ আইন বাতিলের দাবীতে গণআন্দোলন গড়ে ওঠে। আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাগের তীব্র প্রতিবাদ জানিয়ে দলমত ও জাতি ধর্ম বর্ণ নির্বীশেষে ‘সম্প্রীতির রাখী বন্ধন’ প্রচলন করেন। বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতি, জাঙ্গীপাড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ রাধাণগর অঞ্চলের রামহাটিতলায় ‘সম্প্রীতির রাখী বন্ধন’ অনুষ্ঠান পালিত হল। সকাল ৯টায় কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আজকের দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন বিশিষ্ট চিন্তাবিদ,প্রাবন্ধিক, লেখক ও সংগ্রামী হাতিয়ার পত্রিকার প্রাক্তন সম্পাদক অশোক চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন সংগঠনের জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য জগন্নাথ কুণ্ড, জাঙ্গীপাড়া আঞ্চলিক কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস্য অজিত ঘোষ, সুভাষ বাগ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করেন রাধাণগর অঞ্চল কমিটির সদস্য দেবকুমার কোঙার। এছাড়াও বক্তব্য রাখেন আঁটপুর অঞ্চল কমিটির সদস্য নরেশ নন্দী, রাধাণগর যুব সংগঠনের নেতৃত্ব রাজু সিংহরায়। সংগঠনের নেতৃত্ব দিপালী বসু, প্রতিমা রায়, কাঞ্চন বেজ, সন্ধ্যা ব্যানার্জী উপস্থিত সকলের হাতে এবং এলাকার ব্যবসায়ী বন্ধু ও পথচলতি মানুষের হাতে রাখী বেঁধে দিনটিকে স্মরণ করেন। আজকের এই সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব সুদীপ্ত সরকার, সুদীপ্ত ঘোষ, হরপ্রসাদ সিংহরায়, মানস চ্যাটার্জী, রওসন মল্লিক, অমিতাভ ব্যানার্জী, পলাশ কোঙার, প্রদীপ চ্যাটার্জী, তপন বসু, বিকাশ খাঁ, প্রশান্ত পাকিড়া, গোবিন্দ মাজি, গোবিন্দ বাগুই সহ অন্যান্য নেতৃত্বগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সদস্য সনাতন ঘোষ।

সুপর্না রায়ঃ-সি.পি.আই.(এম) কোতরং- হিন্দমোটর এরিয়া কমিটির উদ্যোগে ১৫ অক্টোবর,২০২২ সন্ধ্যায় হিন্দমোটর দীনেন স্মৃতি ভবনে ‘ভারতের স্বাধীনতার ৭৫ বছর’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তা ছিলেন পার্টির হুগলী জেলা সম্পাদকমন্ডলীর প্রাক্তন সদস্য কমরেড জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়।সভায় সভাপতিত্ব করেন পার্টির হুগলি জেলা কমিটির সদস্য ও কোতরং- হিন্দমোটর এরিয়া কমিটির সম্পাদক কমরেড রজত ব্যানার্জী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।