চিন্তন নিউজঃ- দেবব্রত ঘোষঃ-আজ বলাগড়ে বাকুলিয়া- ধোবা পাড়া পঞ্চায়েত এলাকার সভা জনসভায় পরিণত হল । তৃণমূল- বি জে পি ছেড়ে ১৫০ পরিবারের পাঁচ শতাধিক মানুষ বামপন্থী দের লড়াই আন্দোলনের সাথে যোগ দিলেন ।
তরুণ ঘোষঃ-কাঁচা বাড়ি পাকা করার দাবিতে CITU, কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন ও অগ্রগামী কৃষাণ সভার পক্ষে থেকে দিগসুই হোয়েড়া গ্রাম পঞ্চায়েত ডেপুটেশন দেওয়া হলো। অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে ৩০০ মানুষের উপস্থিত ছিলেন।একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কৃষক সভার নেতা ভক্ত রাম পান , সিআইটিইউ নেতা কমরেড সৈকত সোঁ কমরেড শ্যামল ঘোষাল কমরেড তরুণ ঘোষ। তরুণ ঘোষের নেতৃত্বে ১৬ দফা দাবি সহ ৬, জনের প্রতিনিধি দল প্রধানের নিকট ডেপুটেশন দেওয়া হয় ২ ঘন্টা সভা চলে। সভা পরিচালনা করেন গুরুপদ ঘোষ, সাহাজুদ্দিন মল্লিক, কনাই মণ্ডল, কার্তিক দাসকে গঠিত সভপতি মণ্ডলী।
অনন্ত সাঁতরাঃ-দাদপুর এলাকায় দাদপুর গ্রাম পঞ্চায়েতে কৃষক খেদমজুর ছাত্র যুব মহিলা উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে ডেপুটেশন চলে। এই ডেপুটেশনে সভাপতিত্ব করেন কমরে ড মোহাম্মদ ইসমাইল মন্ডল বক্তব্য রাখেন। থানা খেতমজুরের পক্ষে কমরেড প্রশান্ত দাস থানা কৃষক সমিতির সম্পাদক মহম্মদ মাহফুজ অঞ্চল কৃষক সমিতির পক্ষে সম্পাদক কমরেড সনৎ সাউ জেলা কৃষক সভার সম্পাদক মন্ডলী সদস্য মাজিদ মন্ডল সি আই টি ইউ পক্ষে কমরেড নিমাই রায় থানা খেদমজুরের সম্পাদক কমরেড সৌমেন্দ্রনাথ ঘোষ হুগলি জেলা সম্পাদক মন্ডলী সদস্য কমরেড মিন্টু বেরা জমায়েত শতাধিক।
দেবারতি বাসুলীঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৪৭ তম রাজ্য সম্মেলন উপলক্ষে প্রচার ও সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা আজ পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে। রাজ্য সম্মেলন উপলক্ষে সাজ সাজ রব কালনা শহর জুড়ে। রাধেশ্যাম দাস, নিরব খাঁ, সঞ্জীব মুদি,ইমদাদুল হক,শুভেন্দু দাঁর উপস্থিতিতে প্রচার সংক্রান্ত বিষয়ে কিছু প্রস্তাব গ্রহণ করা হয়। রাজ্য সোশ্যাল মিডিয়া টিমের পক্ষে জয়দেব ঘোষ উপস্থিত ছিলেন।
সুদীপ্ত চক্রবর্ত্তীঃ–সর্বজনশ্রদ্ধেয় মহিলা আন্দোলনের নেত্রী কমরেড শুক্লা করের স্মরণ সভা অনুষ্ঠিত হলো ৫ নং ওয়ার্ডে।পার্টির হুগলী এরিয়া কমিটির ১০নং শাখার উদ্যোগে।