জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৬ অক্টোবর, ২০২২ – সারাভারত ক্ষেতমজুর ইউনিয়নের গুসকরা পশ্চিম ব্লক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হলো ভাল্কি অঞ্চলের বাবুইশোল গ্ৰামে। বিশাল মিছিলের পর রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। পতাকা উত্তোলন করেন প্যাডে সোরেন। সম্মেলনে মোট প্রতিনিধি ছিলেন ১৫০ জন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক গণেশ চৌধুরী। সম্মেলনে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতৃত্ব আলমগীর মন্ডল। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সম্পাদক নির্বাচিত হলেন মহাদেব মেটে এবং সভাপতি নির্বাচিত হলেন সুমঙ্গল বাস্কী।

আজ ২০১১ সালের বিধানসভা নির্বাচনের পর খন্ডঘোষ-১ ব্লক কমিটির অন্তর্গত বোয়াইচন্ডী বাজারে সভা ও বাইক মিছিল সংগঠিত হলো কৃষক সভার উদ্যোগে। দীর্ঘদিন পর বোয়াইচন্ডী শাখা অফিস খোলা হলো।

আজ ১৬ই অক্টোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে বঙ্গ ভঙ্গের বিরোধিতা করে ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন।সেই ঐতিহাসিক দিনকে শ্রদ্ধা জানাতে গুসকরা পূর্বের গুসকরা শহরে সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে রাখি বন্ধন কর্মসূচী পালিত হয়। অনুরূপভাবে পূর্বস্থলীতেও দিনটি পালিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।