জেলা রাজ্য

শাসকদলের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে বিডিও অফিসে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি


আজহার‌উদ্দিন: চিন্তন নিউজ:২৩শে জুন:- লকডাউনের সময় চালচুরি আর এখন আমফান কবলিত এলাকায় ত্রিপল চুরি, ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ির টাকা চুরি এখন সরকারি দলের নেতাদের ঘোষিত কর্মসূচি।

উত্তর ২৪ পরগনার স্বরূপনগর, তৃণমূল নেতা এবং তাদের চ্যালাচামুন্ডারা ২০১১ সালের পর থেকে কুঁড়েঘর থেকে রাজপ্রাসাদের বাসিন্দা; ত্রিপল পেয়েছে একাধিক। শুধু তাই নয় ২০০০০ টাকা বরাদ্দ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য। সেখানেও একচ্ছত্র আধিপত্য রাজপ্রাসাদের বাসিন্দা এবং অনুগত প্রজাদের। প্রকৃতপক্ষে দাবিদার পরিবারের কাছে পৌঁছায়নি ছিটেফোঁটা।

মানুষ কিন্তু জাগছে! ২২শে জুন, সি পি আই (এম) স্বরূপনগর এরিয়া কমিটির আহ্বানে সঠিক মানুষের কাছে সঠিকভাবে ত্রাণ সামগ্রী এবং অর্থ পৌঁছনোর দাবিতে এবং শাসকদলের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে বিডিও অফিসে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার ব্যাপক অংশের মানুষ। ছাত্র-যুবদের উপস্থিতি ছিল নজরকাড়া। ৭% পাওয়া দলটা হিম্মত রাখে ৭০% মানুষকে সংগঠিত করার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।