জেলা

আজকের হুগলি জেলার সংবাদ–


চিন্তন নিউজ:২২শে ডিসেম্বর:- জয়দেব ঘোষ-:- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে গতকাল অর্থাৎ ২১ ডিসেম্বর ২০২০, পৃথিবীর দক্ষিণায়ণ (winter solstice) এর দিনে সৌরজগতের দুই বৃহৎ গ্রহ বৃহস্পতি ও শনির প্রায় জমজ অবস্থানের দিনে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার আবেদন জানিয়েছিল। প্রায় ৮০০ বছর পরে এই দুই গ্রহের প্রায় আইডেনটিক্যাল( identical) অবস্থান। প্রায় ৪০০ বছর আগেও ঠিক একই অবস্থানে এই দুই গ্রহ এসেছিল কিন্তু সেই ঘটনাটি দেখার জন্য যে উপযুক্ত সময় প্রয়োজন, সেটি সেই সময় ছিলনা। ছিল সেই আটশো বছর আগের সময়েই। ঐ সময়ে কিন্তু দূরবীন আবিষ্কার হয়নি।এইচ‌ইটিসি ( HETC) কলেজ কর্তৃপক্ষ ও হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যালামনি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই মহাজাগতিক ঘটনা মানুষের সামনে তুলে ধরার জন্য সচেষ্ট হন। সাথে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মৃদুল বসু, শিক্ষক অমিত হালদার, বিজ্ঞানকর্মী শেখ আনসারের মত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যদের। প্রথমেই এনারা প্রজেক্টর সহযোগে এই অতি মহাজাগতিক ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাঞ্জলভাবে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন। ফলে পরবর্তীতে যখন টেলিস্কোপ এর মাধ্যমে এই ঘটনাটা সরাসরি চাক্ষুষ করার সুযোগ হয় তখনকার কারোরই আর বিষয়টির অন্তর্বস্তু বুঝতে আর অসুবিধা হয়নি। আমাদের ধারণা ছিল হয়তো অনধিক ১০০ জনকে এই ঘটনাটির সাক্ষী আমরা করতে পারবো। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ধারণা ভুল প্রমাণিত করে ছয়শোর অনেক বেশি লোক এই বিরল ঘটনা চাক্ষুষ করেন। ধৈর্য ধরে মানুষ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সেজন্য আমরা তাদের কাছে বিশেষ কৃতজ্ঞ। জ্যোতিষশাস্ত্রের ভন্ডামি নয়, বৈজ্ঞানিক ব্যাখ্যা সহযোগে বিষয়টি তুলে ধরা ও মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা এবং যুক্তিবোধ বাড়ানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যেভাবে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে আমাদের প্রচেষ্টা ছিল তারই একটি ছোট অংশমাত্র। মানুষের এই উৎসাহ আমাদেরকে আরো এগিয়ে যেতে ও ভবিষ্যতে এধরনের আরো বেশি বেশি অনুষ্ঠান করার জন্য আরো উৎসাহিত করবে।

পলাশ:- চুঁচুড়া:-দেশজোড়া কৃষক আন্দোলনের প্রতি সমর্থন এবং প্রয়াত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চুঁচুড়া স্টেশন বাজারে আজ,রবিবার , ২০নভেম্বর পথসভা হয় । এই পথসভায় ” পদক্ষেপ ” শাখার প্রতিবাদী সংগীতের মাধ্যমে যে সকল কৃষক আত্মবলীদান করেছেন তাঁদের স্মরণ করে মাল‍্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ব‍্যাণ্ডেল-কোদালিয়া এরিয়া কমিটির উদ‍্যোগে
ভারতের কমিউনিস্ট পার্টির ( মার্কসবাদী ) ব‍্যবস্থাপনায় এই প্রতিবাদ সভায় কৃষিবিল প্রত‍্যাহারের পক্ষে বক্তব্য রাখেন হুগলী জেলার কৃষক সভার যুগ্ম সম্পাদক সৌরেণ বসু , গোপাল শুক্লা ( DYFI ) , সুদীপ মজুমদার ( কং আই) , অনিমেষ সুর ( গণ আন্দোলনের নেতা ) , উমাশঙ্কর চক্রবর্তী ( পেনসনার্স এ্যসোসিয়েসান ), গুলসানা বেগম ( কং আই ) এবং বিশ্বজিৎ রায় । এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনরা ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।