মিঠুন ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:২৪শে মে :- শিক্ষকরা সমাজ গড়ার কারিগর, এইটা সকলের জানা। সমাজের প্রতি দায়বদ্ধতা তাদের সর্বাগ্রে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই লকডাউন এর মত এই অবস্থায় করোনা নামক এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন গ্রামের অসহায় শ্রমিক – প্রান্তিক মানুষরা খাদ্য সংকটে ভুগছেন। তখন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এবিটিএ ভক্তিনগর আঞ্চলিক শাখা কমিটির শিক্ষক সদস্যরা।
আজ এবিটিএ ভক্তিনগর আঞ্চলিক শাখার পক্ষ থেকে ফুলবাড়ি ২নং অঞ্চল পূর্বধনতলা এলাকার ৫০টি প্রতিবারের হাতে চাল ডাল তেল মুড়ি সোয়াবিন সাবান ইত্যাদিসহ আরো কিছু নিত্য প্রয়োজনীয় বস্তু ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। শাখা সম্পাদক দীপায়ন রায় সহ অনান্য সদস্যদের উপস্থিতিতে আজকের কর্মসূচি গৃহীত হয় এবং সংগঠনের পক্ষ থেকে জানানো হয় লকডাউন পরবর্তী পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়ানোর কাজ করা হয়েছে এবং সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধের জায়গা থেকেই আগামী দিনেও যথাসম্ভব মানুষের পাশে থাকার কার্যপ্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে।