মীরা দাস:চিন্তন নিউজ:২৬শে মার্চ:-আগামী ২১ দিন গোটা দেশে লকডাউন ঘোষনা করা স্বত্তেও, উত্তর বঙ্গে চা বাগানে ভিন্ন ছবি ধরা পড়ল, প্রায় ২০০ টি চা বাগানের কাজ চলছে লকডাউন কে বুড়ো আঙুল দেখিয়ে।
দার্জিলিং, এবং ডুয়ার্সের ২৮৩ টি চাবাগান খোলা রয়েছে, সেখানে প্রায় ৩৫,০০০ হাজার চা শ্রমিক কাজ করেন, এ ছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রায় ৪০,০০০ হাজার ছোট ছোট চা বাগান খোলা রয়েছে, সবগুলিতে প্রায় ১ লাখের ওপর চা- শ্রমিক কাজ করেন। কোন চা – বাগানেই নাকি নোটিস জারি করা হয়নি। করোনা সংক্রমনের তোয়াক্কা না করেই, চা – শ্রমিকরা কাজ করে চলেছেন। চা – বাগান অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক প্রবীর কুমার ভট্টাচার্য জানিয়েছেন চা-বাগান বন্ধ রাখার কোন নির্দেশ সরকারের তরফ থেকে এখনও আসেনি।