জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- নিজস্ব সংবাদদাতাঃ-আজ কানাইপুর গ্রাম শাখার উদ্যোগে প্রয়াত কমরেড কল্যাণ হালদারের তৃতীয় মৃত্যু বাৎসরিকিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

প্রগতিশীল হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির ১৬ তম হুগলী জেলা সম্মেলন অনুষ্ঠিত হল আজ চন্দননগরে ডাঃ মদন পাল নগর,
ডাঃ বিশ্বনাথ দাস ও ডাঃ ভোলানাথ চৌধুরী মঞ্চে (ডাঃ রঞ্জন তোষের বাড়ি)। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ, সিটু নেতা হীরালাল সিংহ ও সংগঠনের রাজ্য কমিটির সদস্যবৃন্দ। সম্মেলন থেকে নবনির্বাচিত জেলা কমিটির সম্পাদক নির্বাচিত হন ডাঃ প্রবীর মন্ডল এবং সভাপতি নির্বাচিত হন ডাঃ সুব্রত সাহা।

ভারতের কমিউনিস্ট পার্টির কর্মসূচি অনুযায়ী সিঙ্গুর আঞ্চলিক পরিষদের নান্দা শাখার উদ্যোগে ৮৯ নম্বর বুথে বৃষ্টি উপেক্ষা করেও চললো জনসংযোগ কর্মসূচি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।