চিন্তন নিউজঃ-৮ই আগস্ট:– দেবারতি বাসুলীঃ-জনাই বেসিন ও রাজাপুর খাল বাঁচাও, পরিবেশ বাঁচাও ও মানুষকে বাঁচাও এর দাবীতে চন্ডীতলা ১ ও ২ ব্লক খাল বাঁচাও কমিটির উদ্যোগে কুমিরমোড়া পোলধারে সই সংগ্রহ কর্মসূচি চলছে। উপস্থিত আছেন কমরেড অশোক নিয়োগী , কমরেড সোমনাথ ঘোষ , কমরেড রজতাভ রায়, কমরেড সন্তোষ ঘোষ, কমরেড আজিম আলি সহ অন্যান্যরা। চোর ধরো জেল ভরো এই দাবিতে আরামবাগ ১ ও ২ নং এরিয়া কমিটির বিক্ষোভ মিছিল।
জয়দেব ঘোষঃ- সিঙ্গুরে এসএফআই- ডিওয়াইএফআই সিঙ্গুর দক্ষিণ আঞ্চলিক কমিটির উদ্যোগে বলরামবাটি বুড়ি গ্রাম থেকে বাসুবাটি পঞ্চায়েত পর্যন্ত মহামিছিল।উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য্য।
জাঙ্গীপাড়া থানা গণসংগঠনসমূহের সমণ্বয় কমিটির ডাকেঃ- দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে,
উৎপাদিত ফসলের সহায়ক মূল্যের দাবীতে,
টেট উত্তীর্ণ যোগ্য বেকার যুবদের দ্রুত নিয়োগ করতে হবে,
সমস্ত দূর্নীতির তদন্ত করে মুখ্যমন্ত্রী সহ দোষী মন্ত্রীদের গ্রেপ্তারের দাবীতে
চোর ধরো জেল ভরো আওয়াজ তুলে
আজ ফুরফুরার খাতনের মোড় থেকে শুরু করে বিশাল মিছিল তালতলাহাট ঘুরে তালতলাহাট মোড়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কৃষক সমিতির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড পবিত্র সিংহরায়, খেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুদীপ্ত সরকার । সভাপতিত্ব করেন কমরেড হরপ্রসাদ সিংহরায়। মিছিল ঘিরে ফুরফুরার ব্যবসাদার, সাধারণ মানুষ, পথচলতি মানুষের আগ্রহ লক্ষ্য করা যায়। মিছিলে গণসংগঠনসমূহের নেতৃত্ববৃন্দ ,কর্মী, সমর্থকদের উপস্থিতি ছিল ভালো।
সোমনাথ ঘোষঃ-সংযুক্ত কিষান মোর্চার ডাকে রেগায় কাজ, মূল্যবৃদ্ধি ও চোর ধরো জেলে ভরো এই দাবীতে শিয়াখালা এলাকার চকতাজপুর ও সন্ধিপুর গ্রামে গরীব পাড়ায় মিছিল হল।মিছিলে রঘুনাথ ঘোষ, সোমনাথ ঘোষ, শুকদেব দাস, পুষ্প পাত্র বিশ্বজিৎ মাজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনন্ত সাঁতরাঃ- বামপন্থী গণসংগঠনের উদ্যোগে দাদপুর এরিয়া এলাকায় গোস্বামী মালিপাড়া অঞ্চলে গোস্বামী মালিপাড়া গার্লস স্কুল থেকে মিছিল সংঘটিত হয় আহিরের পার পর্যন্ত মিছিল হয়। পথসভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করবেন কমরেড গোপাল দত্ত বক্তব্য রাখেন ঐক্যতান দাশগুপ্ত যুব জেলা নে গড়তা ও সুভাশিষ চট্টোপাধ্যায় এরিয়া কমিটির সম্পাদক সৌমেন্দ্রনাথ ঘোষ।