জেলা রাজ্য

আমফানের ভয়াবহতা আগাম ঘোষণা সত্ত্বেও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি-হীন সরকার


সরোজ দাস: চিন্তন নিউজ:২৪শে মে:- কেন্দ্র আর রাজ্যের প্রশাসনিক প্রধান এক চক্কর আকাশপথে প্রদক্ষিণ করে আসল ক্ষয়ক্ষতি কিছুই না বুঝে অথবা অতশত বোঝার চেষ্টা না করেই নামমাত্র বরাদ্দ করে এখন আত্মতুষ্টিতে ব্যস্ত। তথৈবচ অবস্থা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্তাব্যক্তিদের। নেতা মন্ত্রীদের সংকেত না পেলে নিজেদের পরিকল্পনামাফিক কাজ করলেই সর্বনাশ!

রাস্তার ওপর ধরাশায়ী গাছ, বিদ্যুৎ বন্ধ, ইন্টারনেটের অবস্থা আরও খারাপ। পানীয় জলের আকাল হাওড়ার শহরাঞ্চলের সর্বত্র। আগাম ঘোষণা সত্ত্বেও আমফান মোকাবিলার জন্য প্রস্তুতি ছিল না কোনো স্তরেই।

আজ চারদিন যাবৎ এলাকায় হাঁটুর ওপর জল বেলুড়ের বঙ্কু বিহারী ঘোষ লেনে ,কারো বাড়ি খাটের সমান জল ঘরের ভিতর। সব কিছু থেকেও মানুষ অসহায়, খাবার বানাবার উপায় নেই। সাহায্যে এগিয়ে এলেন ওই এলাকার বামপন্থী বন্ধুরা। কয়েকজনের উদ্যোগে শুরু হলো কমিউনিটি কিচেন, তাঁরাই খাবার তৈরি করে পৌঁছে দিচ্ছেন একেবারে অবস্থা খারাপ যারা রান্না করতে পারছেন না তাঁদের কাছে। বালি বেলুড় আঞ্চলিক কমিটির ছাত্র যুব মহিলা কমরেডরা বিগত দুই মাসব্যাপী লকডাউনের সময়েও সমানভাবে পাশে আছেন এলাকার বাসিন্দাদের প্রয়োজনে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।